কালারস-এ আসছে ‘সসুরাল সিমর কা’র বাংলা ভার্সন

0
395

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের জেরে বন্ধ শুটিং। তাই একের পর এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালগুলিকে বাংলায় নিয়ে আসছে কালারস চ্যানেল। কালার্স-এর জনপ্রিয় হিন্দি ধারবাহিক ‘সসুরাল সিমর কা’র বাংলা ভার্সন আসছে কালারস বাংলা চ্যানেলে৷ বাংলায় ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ‘সৃজার শ্বশুরবাড়ি’।

Sasural Simar ka | newsfront.co

‘সসুরাল সিমর কা’র চলেছিল টানা সাতটি বছর৷ ইতিমধ্যেই হিন্দিতে হাজির এর সিজন টু। আর তার মাঝেই বাংলায় হাজির হল এই ধারাবাহিক।

Srijar Sasurbari | newsfront.co

দুই বোনের বিয়ে হয় একই বাড়ির দুই ছেলের সঙ্গে। এরপর ওই দুই বোন কীভাবে শ্বশুরবাড়ির হাজারো সমস্যার সঙ্গে মোকাবিলা করে ভাল বউয়ের তকমা অর্জন করে সেটাই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। দুই বোনের চরিত্রে রয়েছেন দীপিকা ককর, অভীকা গর।

আরও পড়ুনঃ আসছে ‘ডান্স বাংলা ডান্স’, বিচারকের আসনে বলিউডি চমক

৩১ মে থেকে সোম থেকে শনি সন্ধে ৬ টায় দেখুন ‘সৃজার শ্বশুরবাড়ি’, কালারস বাংলা চ্যানেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here