By Election: ভবানীপুরে সিপিআইএম-এর প্রার্থী শ্রীজীব বিশ্বাস, ফের তরুণ মুখেই ভরসা আলিমুদ্দিনের

0
68

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ভবানীপুর কেন্দ্র থেকে বিধানসভা উপনির্বাচনে অবশেষে প্রার্থী বাছাই সেরে ফেলল সিপিআইএম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী হচ্ছেন আলিপুর কোর্টের তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। চূড়ান্ত ঘোষণা না হলেও আলিমুদ্দিন সূত্রে খবর ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শ্রীজীব-ই।

CPIM

ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে যাদবপুরের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়, কলকাতার তরুণ নেতা শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্ত, এমন বেশ কিছু নাম ঘোরাফেরা করছিল দলের অন্দরে। তবে কলকাতা জেলা কমিটির তরফে শ্রীজীব-এর নাম প্রস্তাব করা হয়। বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ নিয়ে আলোচনার পরে সব শীর্ষ নেতৃত্ব সিলমোহর দিয়েছে এই তরুণ আইনজীবীকে প্রার্থী করায়।

আরও পড়ুনঃ ফের অভিষেককে তলব ইডির, পাঠানো হয়েছে নোটিশ

অন্যদিকে, জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যুর পর সেখানকার নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জানে আলম মিঞার নাম। যা ইতিপূর্বেই ঘোষিত এবং সামশেরগঞ্জ থেকে লড়বেন মহম্মদ মোদাসসার হোসেন। আলিমুদ্দিন সূত্রের খবর, ভবানীপুরের সিপিএম প্রার্থীর নাম জানানো হবে অন্যান্য বাম শরিক দলগুলিকে। এরপর সকলের সহমতের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে শ্রীজীব বিশ্বাসের নাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here