আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা! অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস সৃজিত-নুসরতদের

0
124

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে পুজো মণ্ডপের নো এন্ট্রি জোনে ঢুকে মহাষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ায় আদালত অবমাননার কোপে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈন এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথিলা। যার জেরে আইনি নোটিস দেওয়া হয়েছে নুসরত-সৃজিতদের।

nusrat jahan | newsfront.co
সৃজিত মিথিলা, নুসরাত নিখিল

বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত সতর্কতার জন্য রাজ্যের প্রতিটি পুজোর মণ্ডপে ‘নো এন্ট্রি জোন’ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে উচ্চ আদালতের নিষেদ্ধাজ্ঞাকে উপেক্ষা করেই অষ্টমীর দিন সুরুচি সংঘে অঞ্জলি দিতে যান টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলা এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈন। যার জেরেই এবার আইনি বিপাকে নুসরত-সৃজিতরা।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু, শোকের ছায়া মেদিনীপুর শহরে

সূত্রের খবর, নোটিস গিয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছেও। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন সাফ জানিয়ে দিয়েছেন যে, শুধু টলিউড তারকারাই নন, যে বা যাঁরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাষ্টমীর সকালে মণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়েছেন, তাঁদের সকলের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট সাফ নির্দেশ দিয়েছিল যে, মণ্ডপ বা নো এন্ট্রি জোনে পুজো উদ্যোক্তা, পুরোহিত ও ঢাকিরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয়, পুজো উদ্যোক্তাদের প্রবেশের ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সংখ্যা। বড় পুজোর ক্ষেত্রে একসঙ্গে ৪৫ জন এবং ছোট পুজোর ক্ষেত্রে ১৫ জন প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে উল্লেখ্য, নুসরত জাহান এবং সৃজিত মুখোপাধ্যায়, দু’জনেই কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘের সদস্য। কাজেই এক্ষেত্রে এই আইনি নোটিসে আদৌ কতটা বিপাকে পড়বেন টলিউডের দুই তারকা, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।

আরও পড়ুনঃ বিসর্জন দিতে গিয়ে বেলডাঙ্গায় নৌকাডুবিতে মৃত আনুমানিক ৫

অন্যদিকে আরেক সাংসদ মহুয়া মৈত্রকেও মণ্ডপে ঢুকে অঞ্জলি দেওয়ার কারণে আইনি দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে আইনি নোটিস নিয়ে কোনও কথা তিনি বলেননি। কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার মন্তব্য, তাঁর বাড়ি নদিয়ার করিমপুরে। সেই বাড়িরই একেবারে লাগোয়া একটি মণ্ডপ রয়েছে, সেখানেই সপ্তমীর দিন অঞ্জলি দিয়েছেন তিনি। তাও তখন সেখানে পুরোহিত ছাড়া আর কেউই বিশেষ ছিলেন না। বাকি কোথাও তিনি অঞ্জলি দেননি। কয়েকটি মণ্ডপে গিয়েছিলেন ঠিকই। তবে সেগুলি সবই বাড়ির পুজো, বারোয়ারি নয়। প্যান্ডেলের বাইরেই ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here