উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায় ওরফে সাজা। রাজনৈতিক মহলে উনি সাজাদা বলে পরিচিত। এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। কয়েক মাস আগে সৃজন রায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্মফুলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? এবিষয়ে বিজেপির একটি সূত্রে জানা গেছে, বিজেপিতে তিনি কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু এবিষয়ে সৃজন রায় বলেছেন,’বর্তমানে রাজ্যে যে সংস্কৃতি চলছে তা ঠিক নয়। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রকৃতই ধর্মনিরপেক্ষ। তাই আমি তৃণমূলে যোগ দিলাম।’
রেল বোর্ডে সদস্য করে দেওয়ার নামে প্রতারণা মামলায় রাজ্য পুলিশ দিল্লি থেকে সৃজন রায়কে গ্রেফতার করেছে। দশ মাস জেলে ছিলেন তিনি। এবার তাকে দলে নিয়ে নিল তৃণমূল। বিজেপি সূত্রে জানা গেছে, মামলা ও জেল জরিমানা থেকে বাঁচতেই ‘সাজাদার’ এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, এই মামলায় যোগ রয়েছে মুকুল রায়েরও। বেশ কয়েক বার বেহালার সরশুনা পুলিশ স্টেশনে মুকুল রায় হাজিরাও দিয়েছেন।
আরও পড়ুনঃ রাজনীতি করতে আসিনি- তমলুকে জানালেন শুভেন্দু
এখনও এই মামলা নিষ্পত্তি হয়নি। যদিও হাইকোর্ট বলছে এই প্রতারণা মামলায় মুকুল রায়কে গ্রেফতার করতে পারবে না পুলিশ। তবে মুকুল রায় পুলিশ কে তদন্তের কাজে সাহায্য করবেন বলেও হাইকোর্ট জানিয়েছে। তবে গোটা ঘটনাটা তৃণমূলকে সন্তুষ্ট করে সৃজন রায় নিজেকে বাঁচানোর পরিকল্পনা কিনা তা ভবিষ্যতই বলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে এদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসু বলেন,’সৃজন রায় খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ উনি মুকুল রায়ের শ্যালক।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584