নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাতা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রীকান্ত দাতার বিগত ২৫বছর ধরে তাদের হার্ভার্ড বিজনেস স্কুলের সাথে জড়িত।
হার্ভার্ড বিজনেস স্কুলের ১১২বছরের ইতিহাসে, শ্রীকান্ত দাতার ১১তম ডিন। তিনি প্রথমে অধ্যাপক হিসেবে ও তারপরে সিনিয়র অ্যাসোসিয়েট ডিন হিসেবে বিজনেস স্কুলে আছেন দীর্ঘদিন। বর্তমান ডিন নীতিন নোহরিয়া অব্যাহতি নিচ্ছেন চলতি বছরের ডিসেম্বর মাসে। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমান ডিন নীতিন নোহরিয়া ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আগামী বছর জানুয়ারি মাস থেকে ডিন হিসেবে কাজ শুরু করবেন শ্রীকান্ত দাতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে! সতর্ক করল বিশ্বব্যাঙ্ক
গতমাসে হার্ভার্ড বিজনেস স্কুল ঘোষণা করে, বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে তারা আরও বিস্তারিত কর্মসূচি নিয়েছে, তা শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না, ব্যবসায়িক ও ব্যবহারিক ক্ষেত্রে বর্ণ সমতা আনার লক্ষ্যে তারা কাজ করছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে, আরও বেশি সংখ্যায় কৃষ্ণাঙ্গ ছাত্র এবং শিক্ষক নিয়োগ, একজন চিফ ডাইভার্সিটি অফিসার নিয়োগ করে ব্যবসায়িক ক্ষেত্রে বর্ণসমতা আনার লক্ষ্যে গবেষণামূলক প্রয়াস বৃদ্ধি করা।
আরও পড়ুনঃ বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেন! ফিনসেন ফাইলস রিপোর্টে ২৮ ভারতীয় ব্যাঙ্কের নাম
ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাতা হার্ভার্ডে যোগ দেন ১৯৯৬ সালে, তার আগে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে অধ্যাপনা করতেন। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক, এবং স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। অর্থনীতি ও স্ট্যাটিস্টিক্স দুই বিষয়ে দুটি মাস্টার ডিগ্রির অধিকারী শ্রীকান্ত দাতা। পিএইচডি করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584