স্পোর্টস ডেস্কঃ-
ভারত এখনও খেলতেই নামলো না, বিদায় নিল শ্রীলঙ্কা।এটাই বাস্তব। আজ এশিয়া কাপে আফগানিস্তানের শুধু লঙ্কা বিজয়ই হলনা শ্রীলঙ্কার বিদায়ও হয়ে গেল। বাংলাদেশের পর আজ আফগানিস্তানের কাছেও ৯১ রানের বিশাল ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা।আফগানিস্তানের দেওয়া ২৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ১৫৮ রানেই অলআউট হয়ে যায়।
বাঁচামরার লড়াই নিয়ে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। জিততেই হতো কারণ কারণ বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানরা বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে। কিন্তু তৃতীয় ম্যাচে সোমবার বিকেলে আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে এদিন রান করেন মোহাম্মদ শাহজাদ (৩৪) ,ইহসান(৪৫), শাহিদী(৩৩) ও রহমত(৭২)। জবাবে ব্যাট করতে নেমে রহমান, রশিদ, নাইব ও রশিদদের দাপটে একেরপর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা । শেষপর্যন্ত তারা মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে ওপুল থারাঙ্গা ৩৪ রান করেন। আফগানিস্তানের হয়ে রহমান,নাইব,নবি ও রশিদ খান দুটি করে উইকেট নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584