নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রায় দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলংকায় প্রতিবাদী নাগরিকদের ওপর এবার মায়ানমারের জুন্টার কায়দায় নৃশংস আক্রমন নামিয়ে আনলো রাজাপক্ষে সরকার। চরম সংকটে রয়েছেন দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা, কোন জরুরি পরিষেবা পাচ্ছেন না তাঁরা, খাবার, জ্বালানী, বিদ্যুৎ সব কিছুতেই টান পড়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। আর সেই প্রতিবাদী মিছিলে নির্বিচারে গুলি চালালো শ্রীলংকা পুলিশ। মঙ্গলবার রাতের এই ঘটনায় মৃত ১, আহত বহু।
একদিকে নিজের ভুল স্বীকার করছেন দেশের রাষ্ট্রপতি। আর অন্যদিকে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে পুলিশি নির্যাতন! রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে শ্রীলংকায় চলছে লাগাতার বিক্ষোভ। মঙ্গলবারও রামবুকনার রাস্তা বন্ধ করে মিছিল করছিলেন প্রতিবাদী জনগণ। আর সেই মিছিলের ওপরেই নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই এক প্রতিবাদীর মৃত্যু হয়। আহত হয়েছেন বহু মানুষ। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুলিশ দাবি করেছে প্রতিবাদ মিছিল থেকে পাথর ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। অন্যদিকে প্রতিবাদীদের অভিযোগ বিনা প্ররোচনায় গুলি চালায় পুলিশ।
আরও পড়ুনঃ দলিত হয়েও উঁচু জাতের সামনে মুখ খোলায় মালিকের জুতো চেটে পরিস্কার করতে হল, ভাইরাল ভিডিও
দেশের আর্থিক বিপর্যয়ের কারণে পদত্যাগ করেছিল শ্রীলঙ্কার গোটা মন্ত্রিসভা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রীলঙ্কার নাগরিকরা। এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া। দ্রুত শপথ নেবে নতুন মন্ত্রিসভা এমনটাই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584