মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
জ্বালানি তেল কিনতে এবার ভারতের দ্বারস্থ হল শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রা সঙ্কটের কারণে নয়াদিল্লির কাছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য চাইল তারা। কয়েকদিন আগে শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী উদয় গাম্মানপিলা জানিয়েছিলেন, সে দেশে যা তেল মজুত রয়েছে, তা দিয়ে জানুয়ারি পর্যন্ত চলতে পারে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, যে আন্তার্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমদানি খরচ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। গতবছরের তুলনায় চলতি বছরের প্রথম সাত মাসেই শ্রীলঙ্কার তেল কিনতে খরচ বেড়েছে ৪১.৫ শতাংশ। বর্তমানে এই খরচের পরিমাণ বেড়ে হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুনঃ নভেম্বরেই কেদারনাথ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অন্যদিকে, করোনা অতিমারির জেরে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। সেই কারণে শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার সঙ্কট তৈরি হয়েছে। তাই শেষপর্যন্ত ভারতের দ্বারস্থ হতে হল শ্রীলঙ্কাকে। যদি ভারত এ ব্যাপারে তাদের সাহায্য করে, তবে নয়াদিল্লি থেকে পেট্রোল ও ডিজেল কিনবে শ্রীলঙ্কা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584