ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
জনরোষের জেরে গণপিটুনিতে মৃত্যু ও ভরা সড়কে জ্বালিয়ে দেওয়া হল মৃতের দেহ, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের শিয়ালকোটে। এই ঘটনার শিকার হয়েছেন শ্রীলঙ্কার এক নাগরিক। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন থেকে ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে যে,প্রিয়ান্থা কুমারা নামের ওই ব্যক্তি শিয়ালকোটের এক কারখানার এক্সপোর্ট ম্যানেজার ছিলেন। এবং সেই কারখানার শ্রমিকদের হাতেই আক্রান্ত হন তিনি।
পাকিস্তানের মৌলবাদী সংগঠন ‘তহেরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ তথা টিএলপি সমর্থকরা এই ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। প্রিয়ান্থা কুমারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলেছে ঐ মৌলবাদী সংগঠনটি। একটি ভাইরাল ভিডিওতে একদল লোককে ‘তহেরিক-ই-লাব্বাইক পাকিস্তান’-এর হয়ে স্লোগান দিতেও দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ খোদ কলকাতা হাইকোর্ট থেকে উধাও ফাইল, বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধান বিচারপতির
গোটা ঘটনায় কূটনৈতিক স্তরেও অস্বস্তিতে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইটে লিখেছেন, “শিয়ালকোটে শ্রীলঙ্কার ম্যানেজারকে পুড়িয়ে মারার ভয়াবহ ঘটনাটি পাকিস্তানের কাছে এক লজ্জার দিন। আমি তদন্তের বিষয়ে খোঁজ নিচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনত কঠোর শাস্তি দেওয়া হবে। গ্রেপ্তারি শুরু হয়েছে।” পাকিস্তানে শ্রীলঙ্কার দূতাবাসের তরফেও চাপ রয়েছে ইমরান খান সরকারের উপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584