নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টানটান উত্তেজনায় ভরপুর এক ধারাবাহিক ‘শ্রীময়ী’। গল্পের মূল নায়িকা শ্রীময়ীর জীবন আজ বেশ সংকটে। মরণ-বাঁচন লড়াইয়ে আজ শামিল সে। এমনিতেও সারা জীবনে সুখ জোটেনি তার কপালে। সুখের ঠিকানা খুঁজে দিতে হাজির হয়েছে রোহিত সেন। সেন বাড়িতে তার অহরহ আনাগোনায় আপত্তি বেশিরভাগের।
শ্রীময়ী, ডিঙ্কা, দিঠি, দাদুভাই, অঙ্কিতা আর উপল ছাড়া কেউই তাকে মানতে পারে না। এই সব ঘটনা সকলেরই জানা। শ্রীময়ীর পেটে টিউমারটি যে কোনও সময় বাস্ট করতে পারে৷ এই কথাও জানা সকলের। গল্প এবং তার পরিবেশন সবই ভাল লাগার মতো এবং প্রশংসনীয়৷ কিন্ত সেই ভাললাগার জায়গায় ধাক্কা দিল অপারেশন টেবিলে অজ্ঞান অবস্থায় শ্রীময়ীর চড়া মেক আপ!
আরও পড়ুনঃ বন্ধুত্বের হাত বাড়িয়ে ‘পাই সুজন’
এমনিতে শ্রীময়ীকে বেশ সাদামাটা, ঘরোয়া লুকে হাজির করছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর সেটি বেশ গ্রহণযোগ্যও বটে। তার চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই লুক দেওয়া হয়েছে, তা বোঝা যায়। কিন্তু পেটের টিউমার অপারেশন হচ্ছে যার, নাকে লাগানো আছে অক্সিজেন টিউব, তার চোখে অমন নীল-বেগুনি শেডের আই শ্যাডো বড্ড বেমানান।
আরও পড়ুনঃ নিউ নর্মাল শহরে আসছে ‘ইউনোম’
শুধু তাই নয়, তার ঠোঁটে রানি কালারের লিপস্টিকও উজ্জ্বল। আর তা দেখার পরই সোশ্যাল মিডিয়ায় চলছে হাজারো কথা। ব্যাপারটা খটকা লেগেছে অনেকেরই। ব্যাপারটা পছন্দ হয়নি শ্রীময়ীর ফ্যানকূলের। সচরাচর এমনটা দেখা যায় না।
নির্মাতাদের এই ব্যাপারে আরেকটু সতর্ক থাকার দরকার ছিল। দর্শক বোকা নয়। যা দেবেন তা-ই তারা হজম করবে তেমনটা নয়। অস্বীকার করার উপায় নেই, দর্শকই সবথেকে বড় বিচারক। টি আর পি’র ঝুলি ভরে তাদের দৌলতেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584