“তুই বেড়াল না মুই বেড়াল?” কারা আসল তৃণমূল মমতাপন্থী না অভিষেকপন্থী? উঠছে প্রশ্ন

0
111

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

তৃণমূল কংগ্রেসে এতদিন ছিল গোষ্ঠী কোন্দল নতুন নয় তবে গত দুদিন ধরে শুরু হয়েছে আদি বনাম নব্য মুষল পর্ব। বিতর্কের শুরু দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’ ঘিরে। করোনা মোকাবিলায় অভিষেকের দাওয়াই ‘ডায়মন্ডহারবার মডেল’। এর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তৃণমূলের প্রবীণ নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যাস এখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার, নব্য বনাম আদি তৃণমূল।

Shrirampur MP

শুক্রবার বিকেলের পর থেকেই তৃণমূল যুব কংগ্রেসের বড়, ছোট , মাঝারি স্তরের নেতাদের অসংখ্য মিম, ট্রোল আবার তাদের পালটা মিম ইত্যাদি চললো ফেসবুক ও টুইটার জুড়ে। ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ এই পোস্ট ভাইরাল হল। কাউন্টার করতে গিয়ে লক্ষ খানেক অকথ্য গালিগালাজ আদান প্রদান হল দুপক্ষে। নব্যদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আসল নেতা, আদিদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল নেত্রী। অবশেষে আসরে নামলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলন করে পার্থ বাবু বলতে বাধ্য হলেন দলীয় নেতাদের কোন বক্তব্য থাকলে তা দলের অভ্যন্তরেই জানাতে হবে সোশ্যাল মিডিয়ায় নয়। তাতেও থামলো না লড়াই, কলকাতা হাইকোর্ট পুরভোট পিছনোর রায় ঘোষণা করার পরেই আবার মাথাচাড়া দিল টুইটযুদ্ধ। যুব তৃণমূল নেতা সুদীপ রাহা টুইট করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতকেই মান্যতা দিল হাইকোর্ট। সব মিলিয়ে শুক্রবারের লড়াই শনিবারে কিছুটা স্তিমিত হলেও যে এখনও ফুঁসছেন দুই গোষ্ঠী, তা সোশ্যাল মিডিয়ায় একটু নজর রাখলেই বোঝা যাচ্ছে।

তবে তৃণমূলের এই আদি-নব্য লড়াই সাধারণ মানুষের সামনে তুলে দিল বেশ কয়েকটি প্রশ্ন। প্রথমত, এই তুমুল বাক- বিতন্ডায় একবারের জন্যও মুখ খুললেন না দলনেত্রী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি তবে পরিবারের গুরুত্ব দলের চেয়ে অনেকটাই বেশি? দ্বিতীয়ত, যেকোন সংগঠনের শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তৃণমূলেরও একটি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে বলে শোনা যায়।

আরও পড়ুনঃ অযোধ্যা বা মথুরা থেকে নয়, জল্পনা উড়িয়ে গোরক্ষপুর থেকেই প্রার্থী আদিত্যনাথ

কিন্তু তাদের কোন বক্তব্য দেখা গেলনা এই আদি-নব্য তরজায়। তাহলে সেই কমিটি কতটা গুরুত্বপূর্ণ! নাকি এই তরজা ঠিক দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়েনা? তৃতীয়ত, পরিবারতন্ত্রের ছায়া কি তৃণমূল কংগ্রেসেও? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট- তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই কি শক্তিক্ষয় হচ্ছে দলনেত্রীর?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here