নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একটা রাজ্যে কোনো ব্যক্তি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এমন ঘটনা রিলে আমরা আগেই দেখেছি। কিন্তী বাস্তবেও যে এমনটা হতে পারে তা কার্যত অবিশ্বাস্য। তবে এই অবিশ্বাস্য ঘটনাটিই ভারতবর্ষে এবার ঘটল।
এবার অনিল কাপুরের মতো রিলে নয়, বাস্তবে ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বভার নিলেন বাঙালি কন্যা বছর ১৯-এর সৃষ্টি গোস্বামী। মাত্র তিন ঘন্টার জন্য গুরু দায়িত্বে হরিদ্বারের বাসিন্দা সৃষ্টি। পদে বসেই রাজধানী গেইরসন থেকে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করছেন তিনি- যেগুলোর মধ্যে রয়েছে ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রকল্প’, ‘পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প’।
২৪ জানুয়ারি ‘জাতীয় বালিকা দিবস’ পালনের দিন সৃষ্টিকে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বভার দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। তৃতীয় বর্ষের বিএসসি-র ছাত্রী সৃষ্টি বলেছেন, “এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছিনা। আমি এই পদ পেয়ে অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব, যে প্রশাসনের কাজে যুব সমাজ দক্ষ হতে পারেন।”
উওরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশনের প্রধান উপদেষ্টা উষা নেগি জানিয়েছেন, গায়াসাইনে রাজ্য বিধানসভা ভবনে মুখমন্ত্রীর জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। সৃষ্টি প্রায় দু’বছর ধরে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছে। তাই সকলেই তাঁর দক্ষতা সম্পর্কে অবগত। তাই ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার।
আরও পড়ুনঃ শনিবার সর্বোচ্চ ছুঁলো পেট্রোল-ডিজেলের দাম
উল্লখ্য, হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা সৃষ্টি বর্তমানে কৃষি বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা প্রবীন গোস্বামী গ্রামেই একটি ছোট দোকান চালান। মা একজন অঙ্গনওয়ারি কর্মী। ২০১৮ সাল থেকে বঙ্গ তনয়া সৃষ্টি উত্তরাখণ্ডের শিশু বিধানসভার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584