ফের নেগেটিভ শ্রীতমা!

0
615

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২৭ জুলাই থেকে জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’। অবনীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি ‘ক্ষীরের পুতুল’ অবলম্বনে এই ধারাবাহিক। নামেও কোনও পরিবর্তন রাখেনি চ্যানেল। সুতরাং গল্প ধরেই এগোবে ধারাবাহিক এমন আশা করা বাতুলতা নয়।

Sritama Roychowdhury | newsfront.co

ধারাবাহিকে সুয়োরানির চরিত্রে ধরা দেবেন শ্রীতমা রায়চৌধুরী, দুয়োরানির চরিত্রে সুদীপ্তা রায়, রাজার চরিত্রে সুমন দে। ফের একবার সুমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শ্রীতমা। পাশাপাশি ফের একবার নেগেটিভ রোলে ধরা দিতে চলেছেন শ্রীতমা। দর্শক নেগেটিভ রোলেই বেশি পেয়েছেন তাঁকে। বধূবরণ, শুভদৃষ্টি, আমি সিরাজের বেগম ধারাবাহিকে আউট অ্যান্ড আউট নেগেটিভ রোলে তাঁকে পেয়েছেন দর্শক। আর এবার সরাসরি অ্যান্টাগনিস্ট। দুষ্টু রানির লুকে ভাল মানিয়েছেও তাঁকে।

Sritama Roychowdhury | newsfront.co

চরিত্র প্রসঙ্গে শ্রীতমা জানান- “এতদিম যেসব নেগেটিভ রোল করেছি তার থেকে সাগরিকা বা সুয়োরানির চরিত্রটা একেবারে আলাদা। খুব এনজয় করছি। অনেক ম্যাজিক জানবে সুয়োরানি। তবে আমি এখনও ম্যাজিক শিখে উঠতে পারিনি। যেভাবে আমাদের এই প্রতিকূলতার মাঝে শুটিং চালিয়ে যেতে হচ্ছে তার সঙ্গে খাপ খাওয়াতে অনেকটা সময় লেগে যাচ্ছে।”

Khirer Putul | newsfront.co

এই চরিত্রের জন্য বেশ ভারি পোশাক পরতে হচ্ছে সকলকে। সেই ব্যাপারে শ্রীতমা জানান- “পোশাকগুলো খুব সুন্দর। কিন্তু বেশ ভারি। ধুতি, প্যান্ট, একাধিক ওড়নার ব্যবহার রয়েছে পোশাকে। গয়নাগুলোও হালকা নয়। কিন্তু কোনওটাই আমার ভারি মনে হচ্ছে না, কেননা চরিত্রটাকে ফুটিয়ে তুলতে এগুলিরও খুব দরকার আছে। না হলে সাগরিকাকে, সুয়োরানিকে কেউ বুঝতে পারবে না। পোশাক এবং গয়নাগুলো খুব ভাল করে রোজ স্যানিটাইজ করা হচ্ছে। আমি আমার এই কস্টিউমটাও বেশ এনজয় করছি।”

আরও পড়ুনঃ অতিমারীতে হাজির- ‘হয়ত তোমারই জন্য’

শুটিঙের সময় কমানো হয়েছে, ওদিকে রোজ টেলিকাস্ট। সুতরাং শুটিঙের চাপও বেড়েছে। এই প্রসঙ্গে শ্রীতমা জানান- “খুব অল্প সময়ে অল্প ম্যান পাওয়ার নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। সুতরাং কাজের চাপ বেড়েছে। পাঁচদিন শুটিং, সাতদিন টেলিকাস্ট। সবমিলিয়ে বেশ চ্যালেঞ্জিং। তবে, আমাদের ইউনিট খুব ভাল। সবার সঙ্গে সবার সখ্যতা রয়েছে। সবাই খুব হেল্পফুল। এটা একটা টিম ওয়ার্ক। একে অন্যকে সহযোগিতা না করলে কাজ এগিয়ে নিয়ে চলা সম্ভব হবে না।”

সুয়োরানি থুড়ি শ্রীতমার অন্য ঢঙের দুষ্টুমি দেখতে ২৭ জুলাই থেকে রাত ৮ টায় জি বাংলায় দেখুন ‘ক্ষীরের পুতুল’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here