শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
দীর্ঘদিন ধরে চলছে এসএসসি গ্রুপ ডি মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর দ্বারা পরিচালিত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ইতিমধ্যে প্রায় ৬০০ জনের মত চাকরীতে কর্মরত কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এনে সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের একক বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের জুড়ি বোর্ড তিন সপ্তাহ সিবিআই তদন্তের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দেন।
সিঙ্গেল বেঞ্চের রায়ে হাইকোর্ট যাদের বেতন বন্ধের নির্দেশ দেন, তাদের একাংশ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি চলছিল আজ। কিন্তু মাঝপথে ইন্টারনেট পরিষেবায় গোলযোগ দেখা দেয়। দীর্ঘক্ষণ ইন্টারনেট পরিষেবায় গোলযোগ থাকার ফলে মামলার শুনানি আজকের মতো স্থগিত করেন। আজকের মামলার শুনানির সময় ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে দুর্নীতি নিয়ে মামলা কারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ইন্টারনেট গোলযোগের কারণে তা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ “কৃষি আইনের মতই সরকার প্রত্যাহার করুক সিএএ”, দাবি এনডিএ সহযোগী এনপিপি-র
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাধ্য হয়ে আদালত আজকের জন্যে মুলতুবি ঘোষণা করেন। আগামী ৬ ডিসেম্বর অর্থাৎ সোমবার আদালতের পক্ষ থেকে আবারও শুনানির দিনক্ষণ ঘোষণা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584