এসএসকেএম হাসপাতালে করোনা আক্রান্ত ইএনটি প্রধান! সন্দেহভাজন বেশ কয়েকজন চিকিৎসক

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এবার করোনার করাল গ্রাসে রাজ্যের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম।সূত্রের খবর, এবার করোনা আক্রান্ত হয়েছেন ওই হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক। ওই চিকিৎসককে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে।

SSKM | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, সোমবার ১১ মে থেকে অসুস্থ হয়ে পড়েন এসএসকেএমের ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক। তাঁকে এসএসকেএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্ট হাতে এলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। তারপর তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চলছে তাঁর চিকিৎসা। এই হাসপাতালের আরও দুই জুনিয়র চিকিৎসক করোনা আক্রান্ত বলেই জানা গিয়েছে। তাঁদেরও চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ প্যাকেজ ‘বিগ জিরো!’ প্রতিক্রিয়া মমতার

এর আগেও করোনা আক্রান্ত হয়েছে রাজ্যের বহু চিকিৎসক। গত মাসে বারাকপুরের বিএন বসু হাসপাতালের এক মহিলা চিকিৎসক, জুনিয়র চিকিৎসক ও নার্সের শরীরে মেলে করোনার হদিশ। উত্তরবঙ্গে পাঠানো মেডিক্যাল টিমের এক চিকিৎসকও করোনা আক্রান্ত হয়েছিলেন। বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালেরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১১ জনের শরীরে করোনার জীবাণুও পাওয়া গিয়েছে। সেই তালিকাতেই জুড়ল এসএসকেএমের চিকিৎসকের নাম। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের ১৫০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত এবং ২ জনের মৃত্যু ঘটেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here