অসহায় কর্মহীনদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যবিলি বিদ্যুৎ দফতরের এক কর্মীর

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার মেদিনীপুর সদর ব্লক এলাকার প্রায় এক হাজার পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল,ডাল,আলু, তেল,ডিম মুড়ি ইত্যাদি তুলে দিলেন এক বিদ্যুৎ দফতরের কর্মী।

rice |newsfront.co
নিজস্ব চিত্র

উল্ল্যেখ বিগত কিছু দিন ধরে চলা লকডাউনের জেরে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, খাদ্যের চাহিদা থাকলেও যোগান পর্যাপ্ত নয়। আর এই অবস্থায় এগিয়ে এলেন বিদ্যুৎ দফতরের কর্মী মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা গ্রামের বাসিন্দা মহম্মদ রাজ হোসেন খান। মেদিনীপুর সদরের হাতিহলকা গ্রামেই রয়েছে দি গার্ডেন ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি স্কুল। বর্তমানে লক ডাউনের জেরে স্কুল বন্ধ থাকলেও স্কুলের গরিব দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে সম্পূর্ণ নিজের খরচে সেই স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীদের পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়।তাছাড়াও পাশের গ্রাম যেমন রামনগর, রাজারবাগান, বিশ্রীপাট হাতিহলকার বিভিন্ন কর্মহীন গরিব মানুষদেরও খাদ্যদ্রব্য প্রদান করা হয়।

people with food |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শহরের সঙ্গে গ্রামীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

এর সাথে সাথে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয় উপস্থিত জনগণের মধ্যে। দি গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিহলকা গ্রামের বিশিষ্ট সমাজসেবী মহম্মদ গনি ইসমাইল মল্লিক, সেলিম মল্লিক, ইন্তাজ আলী খানসহ অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here