তাইল্যান্ডের সমুদ্রতীরে বান্ধবীর সাথে তারকা ক্রিকেটারের উষ্ণছবি পোস্ট

0
142

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

২০২০ সালটা ভারতীয় ক্রিকেট দলের শুরুই হয়েছে প্রেম দিয়ে। বছরের শুরুতেই প্রেমিকার সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন হার্দিক পাণ্ডিয়া।

ছবিঃ ইনস্টাগ্রাম

পিছিয়ে নেই ভারতীয় দলের অপর তরুণ ক্রিকেটার লোকেশ রাহুলও। বছরের শুরুটা তাইল্যান্ডের সমুদ্র তীরেই বান্ধবীর সাথেই কাটালেন লোকেশ।

 

View this post on Instagram

 

Hello, devi prasad….?

A post shared by KL Rahul👑 (@rahulkl) on

তবে লোকেশের বান্ধবী যে সে নয়, তার নামেও রয়েছে চমক। বলিউড অভিনেতা সুনীল শেঠীর মেয়ে আথিয়া শেঠীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। বন্ধুদের ইনস্টাগ্রাম স্টোরিতে এর আগে একাধিকবার আথিয়া, লোকেশকে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

ninety percent happy, ten percent burnt ⛱

A post shared by Athiya Shetty (@athiyashetty) on

তবে দু-জনে নিজেদের ছবি পোস্ট করার বিষয়ে বেশ সতর্ক ছিলেন। তবে নতুন বছরের শুরুতে সেই সংযম ভেঙে দিয়েছেন তারকা ক্রিকেটার।

 

View this post on Instagram

 

🌊

A post shared by KL Rahul👑 (@rahulkl) on

ব্যাঙ্ককের হাভানা পাব থেকে একটি ছবি শেয়ার করেন লোকেশ। যেখানে দেখা যায়, লোকেশ ফোন হাতে। পাশে দাঁড়িয়ে আথিয়া হাসছেন। আর ছবির ক্যাপশনে লেখা, “হ্যালো দেবীপ্রসাদ”। যা সুনীল শেঠীর সুপারহিট সিনেমা হেরাফেরি-র সংলাপ। সেই ছবিতে জাতীয় দলের তারকা সতীর্থরা যেমন ভালবাসা উপুর করে দিয়েছেন।

 

View this post on Instagram

 

Slice of paradise 🌴🤙🏾 Thanks for hooking it up @airbnb . #vacaymode #ad #ThatsWhyIAirbnb

A post shared by KL Rahul👑 (@rahulkl) on

তেমনই লাভ ইমোজি দিয়েছেন স্বয়ং সুনীল শেঠীও বলে মত লোকেশের। বীচে সমুদ্রের ধারে আদুল গায়ে লোকেশ রাহুল যেমন নিজের দৌঁড়ানো, রিলাক্সের ছবি পোস্ট করেছেন। তেমন আথিয়া আবার স্বল্প পোশাকে নিজের ছবি শেয়ার করেছেন ফ্যানেদের সঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here