নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ব্যাপারটা একটু কেমন অন্যরকম হয়ে গেল না? দুই চ্যানেলে একই নামে দুটি ভিন্ন ধারাবাহিক হতে চলেছে একইসঙ্গে৷ তাও আবার অনেকদিনের ব্যবধানেও নয়। দুই চ্যানেলেই চলছে প্রোমো।
জি বাংলার ‘কাদম্বিনী’ ঠিক কোন বিষয়ে হতে চলেছে তা ইতিমধ্যেই পরিষ্কার। বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনীর জীবনগাঁথা নিয়ে এই ধারাবাহিক। দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি (বসু)। চিকিৎসাশাস্ত্র নিয়ে লেখাপড়া করার দরুণ তাঁকে অনেক কুকথাও শুনতে হয়েছে সেই সময়ে।
তার মাঝেই নিজের লেখাপড়া চালিয়ে গিয়েছেন। বেথুন কলেজ থেকে স্নাতক হওয়ার পর ঠিক করেন ডাক্তারি পড়বেন। ভর্তি হন মেডিকেল কলেজে। ঊনবিংশ শতকের শেষভাগে পাশ্চাত্য চিকিৎসা বিদ্যায় ডিগ্রি লাভ করেন তিনি।
আরও পড়ুনঃ গৌরবর্ণা শ্যামা হাজির ‘কৃষ্ণকলি’তে
এরপর সমাজ সংস্কারক তথা মানবদরদী সাংবাদিক দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে বিয়ে হয় কাদম্বিনীর। আট সন্তানের মা হয়ে ঘরেও সময় দিতে হত তাঁকে। একইসঙ্গে চলত ডাক্তারি। এহেন কাদম্বিনী গাঙ্গুলি এবার আসবেন দর্শকের ঘরে। কাদম্বিনীর চরিত্রে দেখা যাবে দর্শকের এতদিনের প্রিয় বকুল রায় অর্থাৎ ঊষসী রায়কে। তৎকালীন লুকে দারুণ মানিয়েছে ঊষসীকে।
কিন্তু স্টার জলসার ‘কাদম্বিনী’ ঠিক কোন বিষয়কে কেন্দ্রে রেখে হচ্ছে তা জানা যায়নি এখনও। তাই জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। তবে, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়কে কেন্দ্রে রেখে হবে এটা ভাবা অমূলক নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584