কাশ্মীরে ভারতীয় সেনার কনভয়ে কাপুরুষোচিত জঙ্গী হামলার প্রতিবাদে মোমবাতি মিছিল করে প্রতিবাদে মুখর সারা দেশ।এ রাজ্যেও একই চিত্র ধরা পড়লো।
রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গেল মোমবাতি মিছিল।পশ্চিম মেদিনীপুরের কুল্পিতে তৃনমূল যুব কর্মী সর্মথকরা কুল্পির ব্লকের তৃনমূল যুব কার্যালয়ের সামনে থেকে কুল্পি বিডিও কার্যালয় প্রর্যন্ত মৌন মিছিলে পা মেলান দুই শতাধিক কর্মী সর্মথক।একশ সতেরো নম্বর জাতীয় সড়কে উপর দিয়ে শুরু হয় মৌনমিছিল।
অন্যদিকে ডায়মন্ড হারবারের ও করা হয় মোমবাতি মিছিল।পাশাপাশি মিছিল করা হয় কাকদ্বীপ চোরাস্তাতেও।পশ্চিম মেদিনীপুর শহরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে মোমবাতি মিছিল।
বিধাননগরে মৌন মিছিল হয়, বক্সীবাজারেও চলে মিছিল।মন্ত্রী বিধায়ক সহ পথে নামেন আম জনতা।কচিকাঁচারাও প্রতিবাদ মিছিলে সামিল ছিল।
বর্ধমানের পূর্বস্থলীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে প্রতিবাদ মিছিলে অংশনেন প্রাক্তন সমর কর্মী,সাংবাদিক থেকে শুরু করে ছাত্র যুবক।
মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে কলেজ পড়ুয়ারা সন্ধে হতেই মোমবাতি হাতে পথে নামে।
এই মিছিল লালবাগ রেজিস্ট্রি অফিস থেকে শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করে এই মিছিল ভগত সিং মূর্তির পাদদেশে এসে শেষ হয়,এখানে শহীদদের ছবির সামনে মোমবাতি দেওয়া হয়।
আরও পড়ুনঃ জিয়াগঞ্জে শহীদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনে মোমবাতি মিছিল
মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় মোমবাতি হাতে পথে নামে ছাত্র যুবকের দল।ভাবতা স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে এদিন মোমবাতি মিছিল হয়।
তারা জাতীয় পতাকা ও মোমবাতি হাতে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584