নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্টেট ব্যাংকের গ্রাহকদের ৩১ মে’র মধ্যে KYC আপডেট করা বাধ্যতামূলক, অন্যথায় ফ্রিজ করা হবে অ্যাকাউন্ট।KYC বা নো ইওর কাস্টমার এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের পরিচয় নিশ্চিত করে থাকে ব্যাংক।
অন্য সময় ব্যাংকে গিয়েই নিজের পরিচয়পত্রের নথি জমা করতে হয় গ্রাহককে তবে করোনার বাড়বাড়ন্ত দেশজুড়ে, এই পরিস্থিতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে ৩১ মে’র মধ্যে KYC আপডেট করতেই হবে গ্রাহককে, তবে ব্যাংকে না গিয়ে তাদের ব্যাঙ্কিং অ্যাপ YONO র মাধ্যমে বাড়িতে বসেই KYC আপডেট করতে পারবেন গ্রাহকরা।
অন্যথায় তাঁদের অ্যাকাউন্টটি আংশিকভাবে ফ্রিজ করা হতে পারে বলে জানিয়েছে স্টেট ব্যাংক।এরজন্য যা করতে হবে গ্রাহককে তা হলো, গ্রাহককে স্টেট ব্যাংকের ব্যাংকিং অ্যাপ YONO ডাউনলোড করতে হবে নিজের ফোনে। ওই অ্যাপে সম্প্রতি একটি ফিচার চালু করা হয়েছে যা হলো ফেস রিকগনিশন পদ্ধতি, যার মাধ্যমে ভিডিও কলের সাহায্যে সংশ্লিষ্ট শাখায় আপডেট করে নেওয়া যাবে KYC। এটি সম্পূর্ণ কাগজবিহীন প্রক্রিয়া।
আরও পড়ুনঃ শুনানির খুঁটিনাটি পরিবেশনে সংবাদমাধ্যমকে আটকানো যাবেনাঃ সুপ্রিম কোর্ট
পাশাপাশি KYC আপডেটের নামে সক্রিয় হয়েছে জালিয়াতি চক্রও। স্টেট ব্যাংক জানিয়েছে কুইক ভিউ নামে একটি অ্যাপ-এর মাধ্যমেও হচ্ছে জালিয়াতি। গ্রাহকদের থেকে KYC নথি চাওয়া হচ্ছে এবং তার স্মার্টফোন হ্যাক করে জেনে নেওয়া হচ্ছে অন্যান্য তথ্য। সে কারণে YONO অ্যাপ ছাড়া অন্য কোন অ্যাপ ব্যবহার না করারই পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। এছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে নেট ব্যাংকিং বা BHIM UPI ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন স্টেট ব্যাংক কর্তৃপক্ষ।
KYC তথ্য আপডেটের জন্য যে সমস্ত নথি গ্রহণযোগ্য সেগুলি হলঃ
১) ভোটার কার্ড
২) পাসপোর্ট
৩) ড্রাইভিং লাইসেন্স
৪) আধার কার্ড
৫) প্যান কার্ড
৬)ভারতীয় ডাকের জারি করা পরিচয়পত্র
৭) ফোনের বিল
৮) বিদ্যুতের বিল
৯) ছবি-সহ ব্যাঙ্কের পাসবই
১০) রেশন কার্ড
১১) মনরেগা কার্ড
১২) ক্রেডিট কার্ড স্টেটমেন্ট
১৩) ইনকাম ট্যাক্স রিটার্ন
১৪) জলের বিল ও সম্পত্তি ট্যাক্স পেপার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584