ওয়েবডেস্কঃ তথ্য হাতবদলের অভিযোগ উড়িয়ে গ্রাহকদের আশ্বস্ত করল এস বি আই !
তথ্য প্রযুক্তি সংক্রান্ত খবর প্রকাশক বিখ্যাত মার্কিন সংস্থা “টেকক্রাঞ্চ” কয়েকদিন আগে দাবি তুলেছিল যে মুম্বাইয়ের একটি আঞ্চলিক ডাটা সেন্টারে ভারত সরকার অনুমোদিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টের ডাটা কোনো পাসওয়ার্ড ছাড়ায় নাকি প্রায় দুমাস অসুরক্ষিত অবস্থায় ছিল ।
সাইনি নামক একজন সাইবার বিশেষজ্ঞ টেকক্রাঞ্চকে জানিয়েছন তিনি রিয়েল টাইম এর জন্য মুম্বাইয়ের ওই ডাটা সেন্টারের এসবিআই গ্রাহকদের তথ্য পেয়েছেন । তাঁর অভিযোগ আরো নিশ্চিত করতে সাইনি জানান গত সোমবারই প্রায় ৩০ লক্ষ মেসেজ করেছেন গ্রাহকরা ।
টেকক্রাঞ্চের ওই তথ্য সামনে আসতেই দেশজুড়ে এসবিআই গ্রাহক দের কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় । প্রশ্ন ওঠে তাহলে কি যে কোনো দিন ব্যাঙ্ক থেকে রাতারাতি টাকা উধাও হয়ে যেতে পারে ? অভিযোগের পর থেকে অবশ্য এসবিআই সম্পূর্ণ নীরব ছিল ।
অবশেষে এসবিআই এই নিয়ে মুখ খুলেছে । তাদের দাবি দেশের এত কোটি গ্রাহকের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে এসবিআই সম্পূর্ণ নিশ্চিত ।তাদের দাবি অভিযোগের সত্যতা যাচাই করতে তাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে। ভবিষ্যতে আরও সতর্ক নিরাপত্তা থাকবে । নিরাপত্তার সাথে গ্রাহকদের পরিষেবা দেওয়ায় তাদের মূল লক্ষ্য । কাজেই এ নিয়ে চিন্তার কোন কারণ নেই । তাদের দাবি সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে ।
মূলত এসবিআই কুইক পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের ব্যাংক ব্যালেন্স , শেষ কয়েকটা ট্রানজেকশনের বিবরণ এবং এই সংক্রান্ত যাবতীয় নথি সম্পূর্ণ পাসওয়ার্ড হীনতায় ছিল বলে দাবি করে টেকক্রাঞ্চ । টেক্সট মেসেজ বা মিসড কল রিকুয়েস্ট এর মাধ্যমে এই এসবিআই কুইক পরিষেবাটির মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584