এসবিআই গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ফের বাড়ল হোম লোনে ন্যূনতম সুদের হার

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতীয় স্টেট ব্যাঙ্কের গৃহঋণ গ্রাহকদের জন্য দুঃসংবাদ। গৃহঋণের ক্ষেত্রে সুদের হার পরিবর্তনের কথা ঘোষণা করেছে দেশের বৃহত্তম এই ব্যাঙ্কিং প্রতিষ্ঠান। ফলে গ্রাহকদের কাঁধে বাড়তি ইএমআই এর বোঝা আসতে চলছে। হোম লোনে ন্যূনতম সুদের হার ২৫বেসিস পয়েন্ট বৃদ্ধি করলো এসবিআই কর্তৃপক্ষ।

SBI | newsfront.co
প্রতীকী চিত্র

এর ফলে সুদের হার ৬.৭০ শতাংশ থেকে বেড়ে হল ৬.৯৫ শতাংশ। এই সুদের হার কার্যকর হয়েছে গত ১ এপ্রিল থেকে এমনটাই জানিয়েছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া এবার থেকে হোম লোন নিতে গেলে প্রসেসিং ফিও দিতে হবে গ্রাহকদের।

আরও পড়ুনঃ রাফাল নিয়ে বিতর্ক, ভারতীয় সংস্থাকে ১০ লক্ষ ইউরো ‘উপহার’ দিয়েছে ফরাসি সংস্থা দাসো

২০২১ সালের ১ মার্চ নির্দিষ্ট সময়ের জন্য গৃহ ঋণের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন কমিয়েছিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তখন ন্যূনতম সুদের হার ৬.৮০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৬.৭০ শতাংশ। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে কোনও প্রসেসিং ফি লাগবে না বলেও জানিয়েছিল তারা। কিন্তু একমাস কাটতেই স্বস্তি উধাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here