এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি

0
168

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

এটিএম থেকে টাকা তোলার সময় লেনদেনের নিরাপত্তা বাড়ানোর জন্য ২০২০-র ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের সাথে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড(ওটিপি) আসার পরেই তলা যাবে টাকা—জানিয়েছে এসবিআই।

state bank of india | newsfront.co
চিত্র সৌজন্যঃ দ্য বেটার ইন্ডিয়া

২৬ ডিসেম্বর নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এসবিআই জানিয়েছে, অবৈধ লেনদেন আটকাতে এটিএমে ওটিপি নির্ভর টাকা তোলার পদ্ধতি চালু করা হবে। এটিএম জালিয়াতির সমস্যা রুখতেই এই নতুন নিয়ম ব্যাঙ্কের।

আরও পড়ুনঃ পুনরায় চালু হাজারদুয়ারী এক্সপ্রেস

উল্লেখ্য, শুধুমাত্র ১০ হাজারের বেশি টাকা তোলার ক্ষেত্রেই এই পদ্ধতি চালু করা হচ্ছে। রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে টাকা তোলার সময় কেবল এই পরিষেবা পাওয়া যাবে। তবে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা কেবল মাত্র স্টেট ব্যাঙ্কের এটিএম ব্যবহারেই এই পরিষেবা পাবেন। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এটি কার্যকরী হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here