উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
২০২১ এর বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হোক শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদেরকেই। নির্বাচন কমিশনের কাছে এরকম আর্জি জানাল রাজ্য বিজেপির নির্বাচন কমিশন দেখভাল করা নেতৃত্ব। গত ৩রা ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর শুক্রবার রাজ্য বিজেপি-র তরফে নির্বাচন কমিশনে একটি চিঠি দেওয়া হয়েছে ।
নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো সেই চিঠিতে বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত বলেন, “গত ৩রা ডিসেম্বর রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের সদস্যদের বৈঠকে কর্মচারীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সমর্থন করার কথা বলতে দেখা গেছে। তাই আমরা নির্বাচন কমিশনকে চিঠিতে জানিয়েছি, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভোটের পুরো প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে পরিচালিত হোক এবং রাজ্য থেকে একজনকেও নির্বাচন প্রক্রিয়ায় যেন নিযুক্ত না করা হয়।”
আরও পড়ুনঃ হুমগড়ে বিজেপির যুব মোর্চার সমাবেশে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শঙ্কুদেব পণ্ডার
বিজেপি-র আরো অভিযোগ, ওইদিন বৈঠকে একজন সদস্য তার সীমা ছাড়িয়ে যান। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান, তৃণমূলের জয় নিশ্চিত করতে তারা কীভাবে কাজ করবেন সেই বিষয়ে তাদের একটি গাইডলাইন দেওয়া হোক।
আরও পড়ুনঃ কৃষি আইন বাতিলের দাবিতে নারায়ণগড়ে রাস্তা অবরোধ বামপন্থী কৃষক সংগঠনের
রাজ্য সরকারি কর্মীরা কীভাবে এই ধরণের কথা বলতে পারেন তা নিয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কেবল একজন শ্রোতা ছিলেন না, তিনি সভা পরিচালনা করছিলেন বলেও আরো অভিযোগ। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকের দিন তিন শতাংশ ডিএ-র ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584