বাংলায় লকডাউন বৃদ্ধির কারন জানতে চেয়ে শ্বেতপত্র প্রকাশের দাবী বিজেপির

0
53

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণ কী? আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর কারণ দেখিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনই দাবি তুলল রাজ্য বিজেপি। রাজ্যের মানুষের সামনে আসলে নাটক করছে তৃণমূল সরকার, কিন্তু বাস্তবে আদৌ করোনা সংক্রমণ রুখতে জারি যে লকডাউন জারি করা হয়েছে তা কার্যকর করার দিকে জোর দিচ্ছে না তাঁরা, এই অভিযোগও করে অন্যতম বিরোধী দলটি।

BJP leader Dilip Ghosh | newsfront.co
ফাইল চিত্র

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “প্রথম থেকেই বাংলায় লকডাউন সঠিকভাবে কার্যকর করা হয়নি। কঠোরভাবে লকডাউন প্রয়োগ করা গেলে বর্তমান পরিস্থিতি আরও অনেক ভাল হত। আসলে রাজ্য সরকার কেবল নিজের মতো করে একটি বিশ্বাসের জগৎ তৈরিতে ব্যস্ত ছিল এবং মানুষকে বোঝাচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আসল ছবিটি অন্যরকম ছিল”।

আরও পড়ুনঃ বাতিল উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা

এদিকে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর যথাযথ কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রীর একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত। তিনি আরও বলেন যে, “সরকারের প্রতিমাসে এই লকডাউন বাড়ানোর নাটকটা এবার বন্ধ করা উচিত। কারণ বাস্তবে লকডাউনের নিয়মগুলি যে কার্যকর হচ্ছে না। সেই বিষয়ে মোটেই গুরুত্ব দিচ্ছে না তারা”।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ সিআরপিএফ জওয়ান সবং-র শ্যামল দে

পশ্চিমবঙ্গে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, লকডাউনের বর্তমান মেয়াদ ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে না। আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ানো হচ্ছে।

রাজ্যে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৪৮ জন। নতুন করে আরও ৪৭৫ জনের শরীরে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আগের থেকে অনেকটাই বেড়েছে মৃতের সংখ্যা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here