দেড়শো জন প্রার্থীর তালিকা পাঠাল রাজ্য বিজেপি, রয়েছেন তারকারা

0
128

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। এই সমাবেশের আগেই অন্তত একশো আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করার ভাবনা চিন্তা চলছে। বিজেপি সূত্রে জানা গেছে ,ধাপে ধাপেই বিধানসভার সব কটি আসনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হবে।

Bengal BJP | newsfront.co
প্রতীকী চিত্র

প্রথম দফায় রাজ্য নেতৃত্বের তরফে চূড়ান্ত সিলমোহরের জন্য দেড়শোটি মত আসনের প্রার্থীদের নামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে দিল্লিতে। বাকি আসনগুলির জন্য তালিকাও দু-একদিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। তাই সোমবার বা মঙ্গলবারের মধ্যে দেড়শো আসনের প্রার্থী ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

সব কটি আসনের জন্য কমপক্ষে তিনজন ও সর্বাধিক ছয়জনের নাম রাখা হয়েছে। দলীয় সূত্রে খবর, রাজ্যে দলীয় শীর্ষ পদাধিকারীদের মধ্যে অন্তত পনেরো জনকে প্রার্থী করা হচ্ছে আসন্ন বিধানসভা ভোটে। এই পনেরোটি আসনে একক ভাবেই বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হতে চলেছে।

ভোট ঘোষণা হওয়ার পর থেকেই কারা প্রার্থী হতে চলেছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপিতে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, ভোটের দফার সঙ্গে সামঞ্জস্য রেখেই তা ঘোষণা করা হবে। দলের বঙ্গ শাখার তরফ থেকে পাঠানো নাম নিয়ে সেখানে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। আগামী চার-পাঁচদিনের মধ্যেই দলের সংসদীয় নির্বাচনী কমিটি বৈঠক করে তালিকা ঘোষণা করবে।

আরও পড়ুনঃ রাজ্যসভার সাংসদের উপস্থিতিতে নির্বাচনী সভা জলঙ্গীতে

সূত্রের খবর, এবার বিজেপির প্রার্থী তালিকায় এক ডজনেরও বেশি তারকা স্থান পেতে চলেছে। গত দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের পর থেকে অঞ্জনা বসু, পার্ণো মিত্র, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র-সহ টলিউডের একটা বড় অংশ বিজেপিতে যোগদান করেছে।

আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গ না যেন বাংলাদেশ হয়ে যায়’, হলদিয়ার হনুমানজির মন্দিরে আশঙ্কা প্রকাশ শুভেন্দুর

সম্প্রতি গেরুয়া শিবিরে যোগদান করেছেন সিনেমার নায়ক নায়িকা, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারীরা। এই তারকাদের অনেককেই বিধানসভা ভোটে প্রার্থী করা হচ্ছে বলে বিজেপির অন্দরের খবর। তালিকায় নাম রয়েছে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা-সহ ক্রীড়াজগতের বেশ কিছু চেনা মুখেরও।

জানা যাচ্ছে, নতুন-পুরোনোদের মধ্যে সমন্বয় রেখেই তৈরি করা হচ্ছে প্রার্থী তালিকা। তৃণমূল থেকে আসা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, নেতাদের পাশাপাশি দলের পুরোনো মুখ ও রাজ্য স্তরের পদাধিকারীদের অন্তত পনেরো জনকে প্রার্থী করা হতে পারে। অন্য দল থেকে আসা এক বর্তমান সাংসদ ও এক প্রাক্তন সাংসদ প্রার্থী তালিকায় স্থান পেতে চলেছে বলে খবর।

এছাড়া, গত লোকসভায় প্রার্থী হয়েছিলেন, এরকম দু’একজন তালিকায় স্থান পেতে পারেন। রাজ্য বিজেপির যুব ও মহিলা নেত্রীদের মধ্যে অনেককেই প্রার্থী করা হচ্ছে বলে জানাযায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here