নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংবাদমাধ্যমে দল বিরোধী বিবৃতি দিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ করার দায়ে রবিবার জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি-কে শো-কজ নোটিশ পাঠিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দল বিরোধী কাজের জন্য দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের নির্দেশে শো-কজের নোটিশ পাঠানো হয়েছে এই দুই বিজেপি নেতাকে।
এই দুই নেতার শো-কজ প্রসঙ্গে মুখ খুললেন বনগাঁ-র বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তিনি বলেন, “সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ বিজেপি নেতারা বৈঠক করবেন। সবাইকে কি বাদ দিয়ে দেবে? সব বিক্ষুব্ধদের বাদ দেওয়া কি সম্ভব?” মতুয়া-ক্ষোভের পাশাপাশি দলের নতুন রাজ্য ও জেলা কমিটি নিয়ে বিক্ষোভের আবহে এ বার বিজেপি-র ‘বঞ্চিত’ কর্মীদের উৎসাহিত করতে রাজ্য জুড়ে চড়ুইভাতির কর্মসূচি নিতে চলেছেন বলেও জানান শান্তনু ঠাকুর।
বিজেপির নব গঠিত রাজ্য ও জেলা কমিটিতে জায়গা হয়নি সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি সহ পাঁচ বিক্ষুব্ধ মতুয়া বিধায়ক এবং বেশ কিছু নেতা ইদানিং প্রায়শই রূদ্ধদ্বার বৈঠক করছেন শান্তনুর সঙ্গে।
আরও পড়ুনঃ ধর্ম সংসদ মামলায় গ্রেপ্তার করতে হবে মুসলিম নেতাদেরই , শীর্ষ আদালতে আবেদন হিন্দু সংগঠনের
এই ঘটনা স্বাভাবিক ভাবেই অস্বস্তি বাড়িয়েছে দলের। তার মাঝেই আবার গত সোমবার বনগাঁয় বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক করেন তিনি। সেখানে উপস্থিতও ছিলেন সায়ন্তন, জয়প্রকাশ, রীতেশরা। সেকারণেই কি জয়প্রকাশ ও রিতেশকে এক রকম হুঁশিয়ারি দিল দল? প্রশ্ন সব মহলে।
আরও পড়ুনঃ কর্ণাটকের কলেজে হিজাব পরার কারণে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হল না ৬ ছাত্রীকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584