মোহনা বিশ্বাস, কলকাতাঃ
রাজ্য-রাজনীতির চাপানউতোরে জেরবার বাংলা। বিজেপি-তৃণমূলের মধ্যে নিত্যদিনের দ্বন্দ্ব থামার নয়। তবে করোনা ও আমপানের জেরে ভোটের রাজনীতি বিশ্রাম পেলেও রাজনৈতিক তরজা থেকে নিস্তার পায়নি পশ্চিমবঙ্গ। এরই মধ্যে বুধবার বিজেপির ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়া শিবির।
বাংলা জুড়ে ‘আর নয় মমতা’ আন্দোলন শুরু করার কথাও ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি। এর পরই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে পুলিশকে দিয়ে দমন চালানোর অভিযোগ আনেন তিনি। সঙ্গে লকডাউন নিয়ে সার্বিক অসহযোগিতার ডাক দেন দিলীপবাবু।
বুধবার দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে দিলীপ ঘোষ বলেন, “বিজেপি কর্মীদের আমপান বিধ্বস্থ এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে। সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমরা কর্মীদের বলেছি, কোনও কোয়ারেন্টাইন মানব না। কোনও লকডাউন মানব না। কাল থেকে আমরা সব জায়গায় যাব। দেখি মুখ্যমন্ত্রী বিজেপিকে সামলান, না করোনাকে সামলান।“
আরও পড়ুনঃ একসাথে এতো পরিযায়ী শ্রমিক ফেরত পাঠালে রাজ্যের করোনা পরিস্থিতি বিগড়াবেঃ মুখ্যমন্ত্রী
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষকবিরোধী এবং হিন্দু ও শরণার্থী বিরোধী বলেও তোপ দেগেছেন দিলীপ। সরব হয়েছেন দুর্নীতির অভিযোগ নিয়েও। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘করোনার মতো সঙ্কটের মাঝেও রাজনৈতিক অভিসন্ধিমূলক প্রচার চালানো হচ্ছে।”
দিলীপবাবুর অভিযোগ, “তৃণমূলের নেতা মন্ত্রীরা লোক লস্কর নিয়ে জেলায় জেলায় দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের বেলা কোনও লকডাউন হয় না। যত লকডাউন বিজেপির বেলায়।“ বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি। সংশ্লিষ্ট মহলের অভিমত যে, রাজ্যের বিপর্যয়ের মুখে ২০২১-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে সুর চড়াচ্ছে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584