বিধানসভার আগে নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, পদ ঘিরে উঠছে প্রশ্ন

0
440

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

দিলীপ, মুকুল, রাহুল- তিন গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের চেষ্টা করে গঠিত হল বিজেপির নতুন রাজ্য কমিটি। সম্পাদক হলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। প্রমোশন পেয়ে দলের সাধারণ সম্পাদক হলেন লকেট চক্রবতী। লকেটের জায়গায় এলেন অগ্নিমিত্রা পল।অর্জুন সিং পেলেন সহ-সভাপতির পদ।তবে ডিমোশন হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। সহ-সভাপতির  পদ পেলেন মাফুজা খাতুন।

সব্যসাচী দত্ত

তবে সমন্বয়ের চেষ্টা হলেও অনেক পদ ঘিরে উঠছে প্রশ্ন । যেমন লকেটকে  সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে অগ্নিমিত্রাকে মহিলা মোর্চার দায়িত্বে আনা হয়েছে। অন্যদিকে দেবজিৎ সরকারকে সরিয়ে দলের যুব মোর্চার সভাপতি করা হয়েছে সৌমিত্র খাঁকে।

অগ্নিমিত্রা পল

পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি:

সভাপতি-শ্রী দীলিপ ঘোষ

সহ সভাপতি-সুভাষ সরকার,বিশ্বপ্রিয় রায়চৌধুরী,
প্রতাপ ব্যানার্জি,রাজকমল পাঠক,বাপি মিত্র,রিতেশ তেওয়ারী,জয়প্রকাশ মজুমদার,অর্জুন সিং,অনিন্দ্য ব্যানার্জি,দীপেন প্রামানিক,ভারতী ঘোষ,মাফুজা খাতুন।

সাধারণ সম্পাদক-সায়ন্তন বসু,লকেট চ্যাটার্জি,জ্যোতির্ময় মাহাতো,সঞ্জয় সিং,রথীন্দ্রনাথ বসু

সম্পাদক-তুষার মুখার্জী,দিপাঞ্জন গুহ,বিবেক সনকার,
সব্যসাচী দত্ত,ফাল্গুনী পাত্র,তনুজা চক্রবর্তী,সংহমিত্রা চৌধুরী,
সর্বরী মুখার্জী,অরুণ হালদার, তুষার ঘোষ

সৌমিত্র খাঁ

মহিলা মোর্চা-অগ্নিমিত্রা পল
যুব মোর্চা-সৌমিত্র খাঁ
কিষান মোর্চা-মহাদেব সরকার
এস সি মোর্চা-দুলাল বর
এস টি মোর্চা-খগেন মুর্মু
সংখ্যালঘু মোর্চা-আলী হোসেন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here