সিবিআই তদন্তে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক, জানাল সুপ্রিমকোর্ট

0
75

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সিবিআই তদন্ত শুরু করতে বা তদন্তের মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি বাধ্যতামূলক, জানালো সর্বোচ্চ আদালত।

supreme court | newsfront.co
ফাইল চিত্র

বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ, অন্য রাজ্যে ক্ষমতাসীন দলগুলিকে সমস্যায় ফেলতে সিবিআই, ইডি এই ধরণের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বারংবার ব্যবহার করে থাকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বা জোট। সেই ক্ষোভ এবার প্রশমিত হতে চলেছে সর্বোচ্চ আদালতের রায়ে।

আরও পড়ুনঃ ইতিহাস ,ঐতিহ্য সুরক্ষার দাবিতে বালুরঘাটে হেরিটেজ সপ্তাহ উদযাপন

কোনও রাজ্যে তদন্ত করতে সিবিআই-কে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি জোগাড় করা বাধ্যতামূলক, জানালো সুপ্রিম কোর্ট।

একই সঙ্গে সিবিআই-এর তদন্তের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুনঃ রামমন্দির নির্মাণে অভয়ারণ্য আইন ভেঙে দুর্লভ পাথর সরবরাহের উদ্যোগ রাজস্থানে

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। মহামান্য আদালত জানিয়েছে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় চরিত্র বজায় রাখতেই এই সম্মতি বাধ্যতামূলক।দিল্লির বিশেষ পুলিশ আইন নিয়ে একটি মামলায় শীর্ষ আদালত এ দিন এই রায় দিয়েছে।

সুপ্রীম কোর্ট জানিয়েছে, কোনও রাজ্যে ক্ষমতাপ্রয়োগ ও আইনি অধিকারের মেয়াদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন সিবিআই-এর। সেই সম্মতি যতক্ষণ না পাওয়া যাচ্ছে তদন্ত শুরু করতে পারবে না সিবিআই।

দিল্লির বিশেষ পুলিশ আইনে (১৯৪৬) বলা হয়েছিল, সিবিআই তদন্তের ক্ষেত্রে দিল্লি ছাড়া রাজ্যগুলির সম্মতি নেওয়া জরুরি। অর্থাৎ তৎকালীন কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে সেই সম্মতি প্রয়োজন হবে না সিবিআই-এর। পরবর্তীতে দিল্লি একটি রাজ্যে রূপান্তরিত হয়েছে, তাই দিল্লির কোনও ঘটনার তদন্তের ক্ষেত্রেও এই সম্মতি পেতে হবে সিবিআই-কে।

আরও পড়ুনঃ করোনা বিধি মেনেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

বিরোধীদের আরও অভিযোগ ছিল, অন্য দলগুলির হাতে থাকা রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের সময় এলেই দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে সেই সব রাজ্যের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বা কোনও ঘটনায় সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়।

পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সিবিআই-কে তদন্তের ব্যাপারে সম্মতি দিতে অস্বীকার করেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়ও। সম্প্রতি পঞ্জাব সরকারও জানিয়ে দিয়েছে যে তারাও সিবিআইকে তদন্তের ব্যাপারে সম্মতি দিচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here