‘ভবিষ্যতের ভূত’ নিয়ে রাজ্যকে জবর ধাক্কা সুপ্রিম কোর্টের

0
89

ওয়েবডেস্কঃ

‘ভবিষ্যতের ভূত প্রদর্শনে  রাজ্যের কোন আপত্তি নেই’-এই মর্মে সিনেমা হল গুলোকে চিঠি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্টের জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় ও জাস্টিস হেমন্ত গুপ্তের বেঞ্চ ভবিষ্যতের ভূত প্রদর্শনের ব্যাপারে  নির্দেশ দিয়েছে যে রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি লিখে রাজ্যের সমস্ত সিনেমা হল কর্তৃপক্ষকে জানাবে যে ‘ভবিষ্যতের ভূত’ প্রদর্শনের ব্যাপারে রাজ্যের কোন আপত্তি নেই।

উল্লেখ্য গত ১৬ ই মার্চ সুপ্রিম কোর্ট দর্শকরা যাতে নির্বিঘ্নে ভবিষ্যতের ভূত দেখতে পায় তার ব্যবস্থা করার নির্দেশ দিয়়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ ইস্যু করে।

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও মুক্তির একদিন পরেই রাজ্য ব্যাপী, বিশেষ করে কলকাতার সমস্ত হলেই প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। হলে পৌঁছে টিকিট চাইলে দর্শকদের পরিস্কার উত্তর দিতে চায়নি কোনো হল কর্তৃপক্ষ। তবে অনেক টিকিট কাউন্টার থেকেই আকারে ইঙ্গিতে বলে দেওয়া হয় যে উপর মহলের নির্দেশেই ছবির প্রদর্শন বন্ধ।ফলে দর্শক হলমুখী হয়েও হতাশ হয়ে ফিরে আসে।

ছবির বেশ কিছু দৃশ্য ও সংলাপে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডকে বিদ্রূপ করা হয়েছে। ছবির গল্প ও সংলাপে স্থান পেয়েছে হোক কলরব, চড়াম চড়াম, ভিলেনের মাথায় অক্সিজেন কম যাওয়ার মত বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here