নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমানে নোবেল করোনা ভাইরাসের আতঙ্কের ফলে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় এই নোবেল করোনা ভাইরাসের আতঙ্কের ফলে এলাকার সাধারণ মানুষের ওপর নজরদারি চালাতে নয়া উদ্যোগ গ্রহণ করা হলো।
জানা গেছে একটি পাঁচজনের টিম তৈরি করা হয়েছে যারা শুধু লক্ষ্য রাখবে ব্লকের সাধারন মানুষের উপর, শুধু তাই নয় বাইরে থেকে আসা বিভিন্ন মানুষের গতিবিধির ওপর নজর রাখবে এই টিম।
আরও পড়ুনঃ করোনা আতঙ্ক, দিনহাটার চারটি নার্সিংহোম পরিদর্শন বিধায়ক উদয়ন গুহর
এছাড়াও রাখা হয়েছে একটি অতিরিক্ত অ্যাম্বুলেন্স, মূলত ব্লকে করণা ভাইরাসের লক্ষণ দেখা গেলে তাকে দ্রুততার সহিত চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। তা নিয়েই মূলত এই বৈঠক। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, কোলাঘাট বিডিও মদন মন্ডল, ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সহ অন্যান্য ব্লক আধিকারিকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584