নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহে বর্ষবরণ উদপযাপনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। আজ বুধবার কলকাতা হাইকোর্ট এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী নিয়ে নবান্নে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “কলকাতায় করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাই আমাদের সাবধান থাকতে হবে। শান্ত, সংযত ও নিরাপদভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করতে হবে।“ তিনি আরও জানান যে, বর্ষবরণের রাতে মাস্ক ছাড়া কোনও জনবহুল এলাকায় যাওয়া যাবে না।
আরও পড়ুনঃ অচেনা ইমেল বা ফোনের মাধ্যমে ভ্যাকসিন রেজিস্ট্রেশন! হদিস ব্যাংক জালিয়াতির
সরকারের পক্ষ থেকে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে, কিন্তু বিপুল পরিমাণে তা দেওয়া সম্ভব নয়। এদিকে, করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র নাইট কার্ফুর কথা বললেও এখনই সেই পথে হাঁটছে না রাজ্য। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব বলেন, “আমাদের রাজ্যে এমন পরিস্থিতি হয়নি, যাতে নাইট কার্ফু জারি করতে হবে। যে সমস্ত স্থানে বেশি ভিড় হয়, সেখানে ট্রাফিকের বুথগুলিকে সহায়ক কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584