রাজ্যে আসছে ১০৫টি ঘরে ফেরার ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
78

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পর্যটক সহ এই রাজ্যের সমস্ত বাসিন্দাদের ঘরে ফেরাতে আরও ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। যে বিশেষ ট্রেনগুলি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছে সেগুলি ছাড়া আরও ১০৫টি ট্রেন ভিন রাজ্যে আটকে থাকাদের ফেরাবে।

special train | newsfront.co
প্রতীকী চিত্র

বৃহস্পতিবার নিজেই টুইট করে সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী টুইটেই রাজ্য সরকারের একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছেন। কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়ছে, তার তালিকাও রয়েছে ওই লিঙ্কে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “দেশের বিভিন্ন অঞ্চলে আটকে থাকা এ রাজ্যে সকল মানুষ এবং যারা বাংলায় ফিরে আসতে চান, তাঁদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য , আমরা আরও ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। এটা ঘোষণা করতে পেরে আমি খুশি।”

Train | newsfront.co
কবে কোথা থেকে কোন ট্রেন- প্রকাশিত তালিকা

আরও পড়ুনঃ সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত হাওড়ার বাসিন্দা

আগামী দিনগুলিতে এই ট্রেনগুলি দেশের নানা প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের লোকজনকে নিয়ে রওনা হয়ে গোটা রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন গন্তব্যে পৌঁছবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

schedule | newsfront.co
কবে কোথা থেকে কোন ট্রেন- প্রকাশিত তালিকা

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বরাষ্ট্র দফতরের তরফেও বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে। এ রাজ্যের বাসিন্দারা অন্য যে সব রাজ্যে আটকে রয়েছেন, সেই সব রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এই ট্রেনগুলি চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here