উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ, সরকারি অফিসে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ

0
120

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সতর্ক হচ্ছে প্রশাসন। সরকারি অফিসে হাজিরা আবার ৫০% করার সিদ্ধান্ত প্রশাসনের, এবং তা মানতে হবে কঠোরভাবে। এমনই নির্দেশ সরকারের। কার্যত গত অক্টোবর মাসে করোনা প্রতিরোধে যা নির্দেশ দেওয়া হয়েছিল আবার সেগুলোই আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

kolkata high court | newsfront.co
ফাইল চিত্ৰ

সরকারি অফিসে হাজিরা কমিয়ে ৫০% করার নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতা হাইকোর্ট জানিয়েছে যৎসামান্য উপসর্গ থাকলেও সরাসরি সওয়ালে কৌঁসুলিরা সওয়ালে সশরীরে হাজির থাকতে পারবেন না। এছাড়া যেসব জেলায় ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেখানে কঠোর ভাবে কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

স্বাস্থ্য দফতরকে আবার কঠোর ভাবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রুগীদের যাবতীয় তথ্য রোজ আপলোড করা হবে। স্বাস্থ্য দফতর সব মেডিক্যাল কলেজ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের একটি নির্দেশিকায় জানিয়েছে, কোভিড অ্যাম্বুল্যান্সে শুধু করোনা রোগী বহন করা হবে, প্রতিষেধক বা চিকিৎসা সরঞ্জাম বহন করা যাবে না।

আরও পড়ুনঃ রোহিঙ্গা উদ্বাস্তুদের মায়ানমারে ফেরত পাঠানোর রায় সুপ্রীম কোর্টের

বেসরকারি হাসপাতালগুলিকেও কোভিড চিকিৎসায় গত বছরের সব নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এলাকাভিত্তিক স্যানিটাইসেশন ব্যবস্থা ফের চালু হবে শীঘ্রই। তবে ইতিমধ্যে ৪৫ বছরের উর্ধে করোনা টিকাকরন শুরু যাওয়াও এ বার সেফ হোমের তেমন প্রয়োজন হবে না, কোভিড হলেও তাঁদের রোগের তীব্রতা অনেক কম থাকবে বলেই মনে করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, স্কুল কলেজ, সিনেমা হল, হোটেল রেস্তোরাঁ এখনই সরকার বন্ধ করছেনা, তবে এবিষয়ে সুনির্দিষ্ট বিধি কেন্দ্র স্থির করে দিলে রাজ্য সরকার সে অনুযায়ী চলবে। সমস্ত জেলায় আরটি পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কিছু হাসপাতালে বাড়ানো হবে কোভিড বেড। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে টিকাকরণ বাড়াতে।

অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সরকারের কাছে দাবি জানানো হয়েছে কোয়ারেন্টাইন লিভ কে প্রাপ্য ছুটির তালিকায় আনার। অন্য ছোঁয়াচে রোগের ক্ষেত্রে আর কোভিডের ক্ষেত্রে একই রকম নিয়ম হওয়া উচিত নয়। কারণ শুধু কোভিড আক্রান্তকেই কোয়ারেন্টাইন লিভে যেতে হয় এমন নয়, পাশাপাশি যাঁরা রুগীর সংস্পর্শে এসেছেন সকলকেই কোয়ারেন্টাইন লিভে যেতে হয়। তা তাঁদের প্রাপ্য ছুটির তালিকা থেকেই কাটা হচ্ছে।

আরও পড়ুনঃ চতুর্থ দফা ভোটের আগে তিন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদেও পরিবর্তন

প্রায়শই বহু শিক্ষক করোনা আক্রান্ত হচ্ছেন স্বাভাবিকভাবেই সংস্পর্শে আসা অন্যদেরও যেতে হচ্ছে কোয়ারেন্টাইনে। কিন্তু তাঁদের প্রাপ্য ছুটির তালিকা থেকেই কাটা যাচ্ছে কোয়ারেন্টাইন লিভ। সেকারণে কোয়ারেন্টাইন লিভকে প্রাপ্য ছুটির তালিকাভুক্ত করার দাবি ক্রমশ তীব্র হচ্ছে শিক্ষক মহলে।চিকিৎসকদের একাংশের প্রশ্ন তুলছেন মাস্ক ছাড়া, দুরত্ববিধি ভুলে ভোটযুদ্ধের মিটিং মিছিল রাজ্যকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here