উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
অনেক দিন ধরেই আন্দোলন করছিলেন পুর স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি এবার কিছুটা হলেও মিটতে চলেছে। তারা চেয়েছিলেন, তাদের বেতন আশাকর্মীদের মত করা হোক। সে আশা কিছুটা হলেও মিটতে চলেছে। রাজ্যের কলকাতা সহ সাতটি পুরনিগম ও একশো উনিশটি পুরসভায় কর্মরত প্রায় দশ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মীকেও এবার আশাকর্মীদের মত বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

নবান্নের এই সিদ্ধান্ত আপাতত অর্থমন্ত্রকের বিবেচনাধীন রয়েছে বলে শনিবার জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন পুরভবনে পুরমন্ত্রী ফিরহাদ জানিয়েছেন, “আশাকর্মীদের মতই পুর-স্বাস্থ্যকর্মীদেরও সুযোগ সুবিধার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি কার্যকর করার জন্য অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
আরও পড়ুনঃ ২০২১ বিধানসভা ভোটের আগেই হতে পারে কলকাতা পুরভোট !
তবে অবসরকালীন বয়স ৬৫ করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পুরমন্ত্রী। উল্লেখ্য,
বাম আমল থেকেই কলকাতা-সহ সাতটি কর্পোরেশন ও ১১৯টি পুরসভায় কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা চরম অবহেলিত বলে অভিযোগ। গত নয় বছরে এক টাকাও বেতন বাড়েনি। মাসিক বেতন মাত্র ৩১২৫ টাকা। পিএফ বা গ্র্যাচুইটি কিছুই নেই। কিন্তু এই স্বাস্থ্যকর্মীরা যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া থেকে সমস্ত অসুখের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করেন।
আরও পড়ুনঃ ২১-এ নাড্ডাজী মুখ্যমন্ত্রীকে গাড্ডায় ফেলবে, কটাক্ষ অগ্নিমিত্রার
ওয়ার্ডে ওয়ার্ডে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও খাওয়ান। করোনাকালেও বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীদের মতই তথ্য যোগাড় করেছেন। কিন্তু আইসিডিএস ও আশাকর্মীদের মুখ্যমন্ত্রী বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করলেও পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা এখনও সেই তিমিরে।
বস্তুত নির্বাচনের আগে এবার এই কর্মীরা আন্দোলন তীব্র করেছেন।সারা রাজ্য পুর স্বাস্থ্য কর্মী সংগঠনের যুগ্ম সম্পাদক পৌলমী কাঞ্জিলাল বলেন, ‘না আঁচালে বিশ্বাস নেই। ২০১৮ সাল থেকে আমাদের বলা হচ্ছে বেতন বাড়াবার বিষয়। কিন্তু হয়নি। এবার পুরমন্ত্রী নিজে বলায় মনে বল পেলাম।
আরও পড়ুনঃ শান্তনুর মানভঞ্জনে ঠাকুরবাড়িতে হাজির কৈলাস বিজয়বর্গীয়
আশা কর্মীরা এখন পায় সাড়ে চার হাজার টাকা ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কোভিড ভাতা মাসে হাজার টাকা। আমাদের তিন মাস দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড মোকাবিলা করতে গিয়ে আমাদের অনেক কর্মী আক্রান্ত হলেও এবং দু- তিনজন মারা গেলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কেউ কোনো ক্ষতিপূরণ পাননি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584