আফরাজুলের স্ত্রীকে পেনশন কন্যার চাকরির নিয়োগপত্র দিল রাজ্যসরকার

0
126

হরষিত সিংহ,মালদহঃ

রাজস্থানে নৃশংসভাবে খুন হওয়া মালদহের কালিয়াচকের শ্রমিকের এক মেয়েকে সরকারী চাকুরি দিল রাজ্য সরকার। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতার স্ত্রীর হাতে তুলে দেওয়া হল নিয়োগ পত্রটি। পাশাপাশি মৃতার স্ত্রীর পেনশনের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনিক ভবনে মেয়ের নিয়োগ পত্র নিয়ে কান্নায় ভেঙে পড়ে মৃতার স্ত্রী।

আফরাজুলের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। ছবিঃঅভিষেক দাস

গত ২০১৭ সালের ৬ই ডিসেম্বর রাজস্থানের জয়পুরে, মালদার কালিয়াচকের বাসিন্দা আফরাজুল শেখ শ্রমিকের কাজে কর্মরত অবস্থায় নৃশংসভাবে খুন হয়। সেই ঘটনা সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পরিবারের একজনকে চাকরির এবং স্ত্রী’র পেনশনের ঘোষনা করেছিলেন ।সেইমত মঙ্গলবার মৃত আফরাজুল সেখের স্ত্রী গুলবাহার বিবির হাতে তার মেয়ের নিয়োগ পত্র তুলে দেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। মালদহ শহরের মহিলা আবাসনে সহায়িকার কাজ করবেন রেজিনা খাতুন। মৃতের স্ত্রীকে রাজ্য সরকার পেনশন চালু করেছে ইতিমধ্যে। এদিন মৃত আফরাজুলের স্ত্রী গুলবাহার বেওয়া জানিয়েছেন, তার বাড়িতে কোন পুত্র সন্তান নেই। তার তিনটি কন্যা সন্তানের মধ্যে এক জনের বিয়ে হয়ে গেছে। আগামীতে বাকীদের বিয়ে হবে। তাই সরকারের এমন সাহায্য তাকে সহায়তা করবে।আগামী ৭ দিনের মধ্যে মৃত আফরাজুলের দ্বিতীয় কন্যা রেজিনা খাতুন কাজে যোগ দিবেন। মহিলা আবাসে সহায়িকার পদে যোগ দেবেন তিনি।

জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত আফরাজুল সেখের স্ত্রী গুলবাহার বেওয়ার পেনশন চালু করা হয়েছে। তার একটি মেয়েকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। রাজ্য সরকারের কথামত সে নিয়োগপত্র তুলে দেওয়া হয় গুলবাহার বেওয়ার হাতে। আগামী সাত দিনের মধ্যে মৃত আফরাজুলের কন্যা কাজে যোগ দেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here