নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
শ্রমিক স্পেশাল ট্রেনের ভাড়া বহন করতে হবে রাজ্যগুলিকে। তবে এই বিশেষ প্রকার ট্রেনের ভাড়া হবে মেইল এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসের সমান। একই সাথে বাড়তি ৫০ টাকা ভাড়া যুক্ত হবে। যেখানে ৩০ টাকা সুপার ফাস্ট চার্জ বাবদ এবং ২০ টাকা জল ও খাবারের চার্জ বাবদ।
১ লা মে থেকে এই বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় রেল। তবে রেলের পক্ষ থেকে জানা গেছে রাজ্য সরকার যাদেরকে ফেরানোর ব্যবস্থা করবে কেবল তারাই এই ট্রেনে করে বাড়ি ফেরার সুযোগ পাবে। তবে কোন শ্রমিককে ব্যক্তিগতভাবে রেলের কাছ থেকে টিকিট কাটতে হবে না। ভাড়ার ব্যাপারটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্য রেলের বোঝাপড়ার মধ্যে থাকবে।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা ছাড়াই যেহেতু রাতারাতি লকডাউন ঘোষণা হয়েছিল তাই দেশজুড়ে আটকে পড়েছিল লাখো লাখো শ্রমিক, তীর্থযাত্রী ,ছাত্র এবং পর্যটক । বিভিন্ন রাজ্য তাই কেন্দ্র সরকারের কাছে আর্জি জানায় দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকসহ ছাত্র, তীর্থযাত্রী ও পর্যটকদের সরকারি ব্যবস্থাপনায় যাতে ঘরে ফেরানো যায় । সেই আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্র সরকার এই বিশেষ ট্রেন শ্রমিক স্পেশাল ট্রেন গত শুক্রবার থেকে চালু করেছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584