নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহেই ২৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে কৃমি নিবারণ কর্মসূচি। মাটি থেকে উঠে আসা নানা ধরনের কৃমি এবং তা থেকে হওয়া রোগ দূর করতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্প অধিকর্তা এক নির্দেশিকা দিয়ে এ খবর জানিয়েছেন।
ওই নির্দেশিকা অনুযায়ী, এই ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন উপ স্বাস্থ্যকেন্দ্রে ১ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সিদের কৃমি নিবারণের ওষুধ অ্যালবেনডাজোল খাওয়ানো হবে। কর্মসূচিতে অংশ নেবেন এএনএম, আশা সহ বিভিন্ন স্তরের স্বাস্থকর্মীরা। বেলা ১১ টা, দুপুর ১ টা এবং দুপুর তিনটে -এই তিন সময়সীমায় পালিত হবে কর্মসূচি।
আরও পড়ুনঃ মহামারি পরবর্তীতেও অনলাইনে বিচারের পক্ষেই সওয়াল সংসদীয় কমিটির
সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রত্যেক দফায় ১০ জন করে শিশু ও কিশোর-কিশোরীকে এই ওষুধ খাওয়াতে হবে। অতি অবশ্যই ভরা পেটে কৃমি নিবারণের এই ওষুধ খাওয়াতে হবে। নির্দেশে বলা হয়েছে, মানবদেহে এই ওষুধ প্রয়োগের পরে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে চটজলদি চিকিৎসা পরিষেবা পেতে যাতে দেরি না হয়, তা সুনিশ্চিত করতে হবে। ওষুধ খাওয়ানোর পর আধঘন্টা পর্যবেক্ষণে রেখে তাদের ছাড়া হবে। শিশুরা যদি আগে থেকে অসুস্থ থাকে তাহলে তাদের এই ওষুধ খাওয়ানো হবে না বলেও জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584