নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
কালিম্পঙে আয়োজিত মিউজিক্যাল নাইটে ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে মৃত অনিতা ছেত্রী ও বনিতা গুরুং এর পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন জিটিএর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা। দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারে বিজেপির রক্তদান শিবিরে ‘তোলাবাজ ভাইপো হটাও’ স্লোগান অর্জুন সিংয়ের
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, গত ৩ তারিখ কালিম্পং মেলা গ্রাউন্ডে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ভিড়ের চাপে দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু হয় অনীতা ছেত্রী ও বনিতা গুরুং নামে দুইজন মহিলার। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন কালিম্পং আসার জন্য, সেই নির্দেশে এসেছি।
আরও পড়ুনঃ নাবালিকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা না পাওয়ায়, পথে নামল বেলদার মহিলারা
দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলাম। রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য পরিবারের হাতে তুলে দেওয়া হল। পাশাপাশি তিনি আরও বলেন যে, রাজ্য সরকার সর্বদা তাদের পাশে থাকবেন এবং সব রকম সহযোগিতা করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584