বেসরকারি হাসপাতালেও করোনা চিকিৎসার ‘বিল মেটাবে’ রাজ্য সরকার

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা চিকিৎসায় শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলিকেও রোগীর সব চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর৷ তবে হাসপাতালগুলিতে কোনও একটি নির্দিষ্ট জায়গায় এই মর্মে বিজ্ঞপ্তিও লিখে রাখতে বলা হয়েছে, এই হাসপাতালে সমস্ত করোনা রোগীদের চিকিৎসাভার রাজ্য সরকার বহন করছে। সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ।

corona virus | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই রাজ্য প্রশাসনের কাছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি দাবি জানিয়ে আসছিল, করোনার আবহে অন্য রোগী আসা একদমই কমে গিয়েছে। ফলে দৈনিক কাজকর্ম কিংবা চিকিৎসা চালানো কার্যত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই আবেদনেই সাড়া দিয়ে এবার রাজ্যের তরফ থেকে এই হাসপাতালগুলির পরিষেবা জারি রাখার জন্য আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ জারি করা হয়, যেসব হাসপাতাল করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত, সেই সব বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ বহল করবে সরকার৷ এই সব হাসপাতালগুলোকেই প্রয়োজন মতো অর্থ দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার৷ এছাড়া চিকিৎসাজনিত যে অর্থ ব্যয় হবে, সেটাও রাজ্য সরকার তাদের আলাদা করে জোগান দেবে৷

বাড়ি থেকে থেকে হাসপাতালে আসা ও সেখান থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সব খরচই রাজ্য সরকার বহন করবে৷ নমুনা পরীক্ষা, অ্যাম্বুলেন্সের ভাড়া, ওয়ার্ড পরিষ্কারের খরচ সবই সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে।

তবে খরচ দিয়ে দেওয়া হচ্ছে মানেই যে যেমন খুশি খরচ করতে পারবেন না। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পরিষেবার নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছে। সেই মোতাবেক রোগীর সংখ্যার উপর ভিত্তি করে টাকা দেওয়া হবে। অকারণে অতিরিক্ত খরচ করলে বা হিসেব না মিললে তার গুণাগার ভরতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here