শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দেশে মাত্র ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও সামান্য ভুলেও যাতে এই ঘটনা মহামারীর আকার না নেয়, তার জন্য বিশেষ ভাবে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই নিয়ে প্রত্যেক রাজ্যের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
সেই লক্ষ্যেই স্বাস্থ্যমন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার থেকে আসা যাবতীয় নির্দেশ প্রতি মুহূর্তে পালন করতে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতরও। স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে দিনে অন্তত দু’বার ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে তথ্য জানাচ্ছে স্বাস্থ্য দফতরের বিশেষ সংযোগস্থাপনকারী টিম।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ভাইরাস মোকাবিলায় এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই অপ্রতিরোধ্য এই ভাইরাসকে আটকাতে আপাতত জনসচেতনতার ওপরে জোর দেওযা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরে খোলা হয়েছে বিশেষ দু’টি হেল্পলাইন নম্বর, ০৩৩২৩৪১২৬০০ এবং ১৮০০০৩১৩৪৪৪২২২।
আরও পড়ুনঃ মাদক বিরোধী সচেতনতা শিবির
একই সঙ্গে তাঁরা রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। নতুন নির্দেশ দেওয়ার পাশাপাশি, আগের নির্দেশ অনুযায়ী কতটা কাজ হয়েছে, কী অগ্রগতি তার সবিস্তার রিপোর্ট নেওয়া হচ্ছে ভিডিও কনফারেন্সে।
সেইমতো স্বাস্থ্যভবনের তরফেও সকাল-বিকেল জেলা প্রশাসন ও জেলার হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জেলার পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেওয়া হচ্ছে।
সীমান্তবর্তী এলাকাগুলিতেও স্বাস্থ্য শিবির বানিয়ে মানুষজনের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক ও সিএমওএইচদের কেন্দ্র থেকে আসা নয়া নির্দেশ বার বার জানানো হচ্ছে। প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানদের একাংশকে করোনাভাইরাস মোকাবিলায় প্রতিনিয়ত দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।
আরও পড়ুনঃ লক্ষ্য পুরভোট, ইভিএম না ব্যালট দোটানায় নির্বাচন কমিশন
বন্দর থেকে বিমানবন্দরে করোনা ভাইরাস নিয়ে সতর্কতার জন্য বিশেষ ভাবে সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে। বিমানবন্দরে প্রত্যেক যাত্রীকে স্ক্যানিং করে তবেই দেশে ঢুকতে দেওয়া হচ্ছে। ভারতীয়দের বিদেশে যাওয়া সাময়িক ভাবে ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে।
বন্দরের জাহাজগুলি থেকেও যাতে বিপদ না ছড়ায়, তার জন্য শ্রমিক সংগঠনের নেতাদের নিযে বৈঠকও করা হয়েছে। বিদেশি জাহাজ পর্যবেক্ষণ এবং বন্দরের কর্মীদের শারীরিক পরীক্ষার জন্য বিশেষ দলও গড়া হয়েছে।
রাজ্যের সমস্ত বড় হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমনকি প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে কু্ইক রেসপন্স টিম তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584