শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিতকরণে রাজ্যে ব়্যাপিড টেস্টে কেন পিছিয়ে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলেই। এবার আইসিএমআরকে ট্যুইটারে আক্রমণ করে আসল কারণ সামনে আনল রাজ্য স্বাস্থ্য দফতর। ক্রটিপূর্ণ করোনা কিট হওয়ার জন্য করোনা পজিটিভ রোগীর পরীক্ষার ফলাফলও নেগেটিভ আসছে বলে দাবি স্বাস্থ্য দফতরের। বিষয়টি ঘুরিয়ে মেনে নিয়েছেন নাইসেড অধিকর্তা শান্তা দত্তও।
প্রসঙ্গত, রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে অন্তত ৫টি টুইট করা হয়েছে। যাতে তাদের অভিযোগ, আইসিএমআরের পাঠানো টেস্ট কিটগুলি বিপুল সংখ্যক ত্রুটিপূর্ণ। তাই ফলাফল পেতে দেরি হচ্ছে, ভুল ফল আসছে, ব়্যাপিড টেস্ট করা সম্ভব হচ্ছে না। যেখানে অতিমারীর বিরুদ্ধে লড়াই চলছে, সেখানে এরকম অসহযোগিতা বাঞ্ছনীয় নয়।
5/5 The apparently defective test kits supplied by ICMR-NICED, Kolkata are resulting in a high number of repeat/ confirmatory tests and causing delays and other attendant problems at a time when we are battling a pandemic. This is an issue that ICMR needs to look into immediately
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) April 19, 2020
নাইসেড অধিকর্তা শান্তা দত্তকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”সমস্যাটি আইসিএমআর জানে এবং গুরুত্ব দিয়ে দেখছে। ইউএস থেকে স্ট্যান্ডার্ড কিটের সরঞ্জাম আসত পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি অর্থাৎ এনআইভি-তে। এনআইভি সেই কিটগুলোকে অ্যাসেম্বল করত বিভিন্ন রিএজেন্ট ও কন্ট্রোলের মাধ্যমে।
তারপর বিভিন্ন ল্যাবরেটরিতে কিটগুলি সরাসরি তারা সরবরাহ করত। এখন দেশে প্রচুর পরিমাণ কিট দরকার। ফলে চাহিদা বেড়ে যাওয়ার কারণে এনআইভি সেই কাজ করে উঠতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সামলাতে এখন আইসিএমআর রেডিমেড কিট সংগ্রহ করছে। তারপর তা দেশের ২৬টি সেন্টারে বা ডিপোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ল্যাবরেটরিতে পৌঁছে দেওয়ার জন্য। এই কিটগুলি সঠিক রেজাল্ট দিচ্ছে না।
কিটগুলিকে পরীক্ষার জন্য উপযুক্ত করতে এরকম বেশ কিছু পরিবর্তন প্রয়োজন। সেটা নাইসেড করতে পারে। কিন্তু মেডিক্যাল কলেজগুলির ল্যাবরেটরিগুলির পক্ষে তা একটু করা কঠিন।’ তবে এই সমস্যা সমাধানে কি ব্যবস্থা নেওয়া হবে, তার কোনও সদুত্তর দিতে পারেননি নাইসেড অধিকর্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584