অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে খেলাধুলা। নয় মাস পরে শুরু হচ্ছে রাজ্য হকি প্রতিযোগিতা। শনিবার ১৯ ডিসেম্বর থেকে শুরু, চলবে ৩১ ডিসেম্বর অবধি।
সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র-তিনটি বিভাগেই। ছেলেমেয়ে এবং পুরুষ-মহিলাদের জন্য, আলাদা আলাদাভাবেই হবে এই প্রতিযোগিতা। প্রাথমিক পর্বের ম্যাচগুলি হচ্ছে চারটি জেলায়।
(১) নদীয়া– ১৯ ও ২০ ডিসেম্বর
(২) পশ্চিম মেদিনীপুর– ১৯ ও ২০ ডিসেম্বর
(৩) আলিপুরদুয়ার- ২০ ও ২১ ডিসেম্বর
(৪) হুগলি- ২২ ও ২৪ ডিসেম্বর
আরও পড়ুনঃ কব্জিতে চিড় বাকি তিন টেস্টে অনিশ্চিত শামি, বিকল্প সিরাজ
প্রতিযোগিতায় রাজ্যের ১৬টি জেলার প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। চারটি জেলার প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে, সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য চলে আসবে কলকাতায়। সেই খেলাগুলি হবে হকি বেঙ্গল-এর মাঠে, জানিয়েছেন সংস্থার সচিব। এরপর কর্তারা এগোবে বেটন কাপের দিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584