মনিরুল হক, কোচবিহারঃ
ভারতের স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে কোচবিহার বিমান বন্দরে ফের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হল রাজ্যপুলিশকে।
বৃহস্পতিবার থেকেই কোচবিহার বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে দেখা মিললও রাজ্য পুলিশের। এদিনই কোচবিহার এয়ারপোর্টের ডাইরেক্টর বিপ্লব মণ্ডল দেখা করেন জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের সাথে।
জানা গেছে, তাদের মধ্যে বিমান বন্দরের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও এবিষয়ে সাংবাদিকদের সাথে কোনও কথা বলতে চাননি জেলা পুলিশ সুপার।
তবে বিপ্লববাবু জানান, একটি বিমান বন্দরে যে পরিমাণ নিরাপত্তার দরকার সেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না হলেও এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে ফের ১৮ জন রক্ষী সেখানে নিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত গত ২৭ জুলাই সাংসদ নিশীথ প্রামাণিক একটি ছোট বিমানে করে কোচবিহার বিমান বন্দরে এসে নামেন। সেখানে নেমেই তিনি ঘোষণা করেন দুদিন ট্রায়ালের পর কোচবিহার- গৌহাটি ও কোচবিহার- বাগডোগরা বিমান পরিষেবা চালু করা হবে। এরপরেই খবর পাওয়া যায় রাজ্য সরকার কোচবিহার বিমান বন্দর থেকে তাঁদের দেওয়া নিরাপত্তা তুলে নিয়েছে। যদিও এধরনের কোনও নির্দেশিকা রাজ্য সরকারের তরফে বিমান বন্দরে পাঠানো হয়নি। তবে বাস্তবে এই সময়কালে নিরাপত্তার কাজে কোনও পুলিশ কর্মীকে দেখা যায়নি।
আরও পড়ুনঃ পিকের প্রেসক্রিপশনে ঘর বাঁচাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, মত দিলীপের
এই ঘটনায় জেলায় রাজনৈতিক চাপাউতোর পরিস্থিতি তৈরি হয়। সীমান্ত জেলার এই বিমান বন্দরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। তবে মনে করা হচ্ছে ১৫ অগাস্টের নিরাপত্তার কথা মাথায় রেখে পুনরায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584