শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মহামারী করোনা সংক্রমণ ছাড় দেয়নি কলকাতা পুলিশ কমিশনার থেকে স্বাস্থ্যসচিব কাউকেই। এবার করোনা সংক্রমণের গ্রাসে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। বৃহস্পতিবার বিকালে এডিজি পদমর্যাদার এই পুলিশ কর্তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৭ হাজার পুলিশ কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত ৭ মাসে কলকাতা পুলিশের প্রায় ৩ হাজার কর্মী আক্রান্ত হয়েছেন। তবে ১১ জনের মৃত্যু হওয়া ছাড়া বেশিরভাগ কর্মীই সুস্থ হয়ে গিয়েছেন।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে ফাঁসানোর দাবি অর্জুনের, জাল বলল পুলিশ
এদিকে নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় মাস খানেক আগে রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তার পদে নিযুক্ত হন। তার দায়িত্বে রয়েছে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের ভিভিআইপি-দের নিরাপত্তা।
বুধবার পর্যন্তও বিবেক রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর থেকে অন্য কেউ সংক্রমিত হয়েছেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কুমার শানু
নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত তাঁর শরীরে কোভিডের কোনও উপসর্গ দেখা যায়নি। তবে বুধবার রুটিন শারীরিক পরীক্ষার সময় চিকিৎসকদের সন্দেহ হয়। তাঁকে কোভিডের ‘আরটিপিসিআর টেস্ট’ করার পরামর্শ দেওয়া হয়। সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই ওই পুলিশকর্তা তাঁর পরিবারের সংক্রমণ রুখতে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584