অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা আতঙ্ক কাটিয়ে ময়দানে ফিরছে খেলাধুলা। রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন পরিচালিত সারা বাংলা নক আউট ভলিবল টুর্নামেন্ট চলছে ময়দানে।
হিমাংশু দে, শিবা সিং-এর মত একাধিক খেলোয়াড় করোনাকে জয় করে ময়দানে ফিরেছে।জৈব সুরক্ষা বলয়ে নয় প্রতিটা খেলোয়াড়ই নিজেদের বাড়ি থেকেই যাতায়াত করে খেলছে।
হাওড়া, হুগলি, উত্তর, দক্ষিণ ২৪ পরগণার সহ বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা খেলতে এসেছেন ময়দানে। এমনকি ঝাড়গ্রাম থেকেও খেলোয়াড়রা অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে।
আরও পড়ুনঃ চোট সারিয়ে বাংলা অনুশীলনে ঈশান
এদিন রাজ্যের এক সিনিয়র ভলি বল কর্তা জানান, “আমাদের সামর্থ নেই সিএবির মত বায়ো বলয় করে হোটেলে রাখা ফুটবলারদের তাই আমরা বাড়িতে রেখে খেলোয়াড়দের সব কিছু করছি, রাজ্য ক্রীড়া দফতরের সহায়তা না পেলে কিছুই সম্ভব হত না। পুরো স্যানেটিজের ব্যবস্থা রেখেছি আমরা। সামাজিক দূরত্ব মেনে সব হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584