আর কোন তথ্য নয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকেঃ মুখ্যসচিব

0
195

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আর কোনো তথ্য দেবে না রাজ্য। এমনটাই জানাল রাজ্য সরকার। করোনা ভাইরাস জেরে লকডাউনের মধ্যেও কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। রাজ্যকে আগে থেকে কোন খবর না দিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আশায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী।

Nabanna | newsfront.co
প্রতীকী চিত্র

পূর্বেই তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলের উদ্দেশ্যে প্রটোকল ভাঙ্গার অভিযোগ তোলেন । রাজ্যের দাবি আজ সারাদিন এবং গতকাল কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কলকাতা পরিদর্শন করানো হয়েছে । কিন্তু ঠিক কি কারণে তারা এ রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি এসেছে তা এখনো অস্পষ্ট রাজ্যের কাছে ।

Rajib Sinha | newsfront.co
রাজীব সিনহা, মুখ্যসচিব। ফাইল চিত্র

পাশাপাশি এই মুহূর্তে রাজ্য আরও অভিযোগ তুলছে কেন্দ্রীয় লকডাউন বিধি অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইন না থেকে দিল্লি থেকে বাংলায় এসে সরাসরি বাংলা পরিদর্শনে নেমেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যা প্রধানমন্ত্রী ঘোষিত লকডাউন বিধি বিরোধী।

সূত্রের খবর রাজ্য সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদলকে আর কোনো সহায়তা নয়। তারা চাইলে এ রাজ্যে আরো সাত দিন থেকে যেতে পারেন কিন্তু রাজ্যের কাছ থেকে আর কোন তথ্য পাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here