মনিরুল হক, কোচবিহারঃ
সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য। গত শুক্রবার থেকেই এই বিলের বিরোধীতা করে রাজ্যের মুর্শিদাবাদ, হাওড়া জেলাতে শুরু হয়েছিল আন্দোলন। আর সেই আন্দোলনের আঁচ এসে পড়েছে মালদহ জেলাতেও।
রবিবার মালদহর ভালুকা স্টেশনে হয় রেল অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। ভাঙচুর করা হয় রেলের সম্পত্তিও। এর আগেও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ষ্টেশনে চলে তাণ্ডব। যার ফলে যাত্রীহীন দাঁড়িয়ে থাকা রেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। নষ্ট করা হয় রেলের বিভিন্ন সম্পত্তিও।
এদিন ভালুকা ষ্টেশনে অশান্তির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন ষ্টেশনে আটকে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন। এর ফলে কার্যত রেলপথে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গ সহ গোটা দেশের রেল পরিষেবায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এনএফ রেল সূত্রে জানা গেছে, কোচবিহার জেলার বামনহাট থেকে শিয়ালদা গামী উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ কোচবিহার ষ্টেশনে নিয়ন্ত্রন করা হয়েছে।এদিকে এই ঘটনার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন ষ্টেশনে আটকে পড়েছে বহু ট্রেন। হঠাৎ করে এই ঘটনায় নিউকোচবিহার ষ্টেশনে আটকে পড়েছে বহু যাত্রী।
আরও পড়ুনঃ গড়িয়াহাটে অমিত শাহ-এর কুশপুতুল দাহ করে প্রতিবাদ তৃণমূলের
ঘটনার খবর ও পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছান কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ কোচবিহার স্টেশন সুপার কমল বনিক জানিয়েছেন, আপাতত শিয়ালদা গামী উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, ধুবড়ি এক্সপ্রেস ও নিউ বঙ্গাইগাও শিলিগুড়ি প্যাসেঞ্জার বাতিল হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584