পুকুর থেকে পাথরের মূর্তি উদ্ধার বামনগোলায়

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনের দুপুরে গোয়ালজয়ী গ্রামের মণ্ডল সোরেনের পুকুরে স্নান করতে নেমেছিল এলাকার লোকজন৷ হঠাৎ তাদের একজনের পায়ে শক্ত কিছু ঠেকে৷ সবাই মিলে সেটিকে পুকুরপাড়ে তুলে আনে৷

the statue | newsfront.co
নিজস্ব চিত্র

দেখা যায়, সেটি একটি প্রাচীন মূর্তি৷ প্রাথমিকভাবে সবার ধারণা হয়, দুই হাত বিশিষ্ট মূর্তিটি সরস্বতীর৷ কারণ, মূর্তিটির হাতে বীণা রয়েছে৷ গ্রামীণ পুলিশ মারফৎ সেই খবর পেয়েই গ্রামে চলে আসে বামনগোলা থানার পুলিশ৷

আরও পড়ুনঃ অভুক্তদের পাশে সমাজসেবীরা

ততক্ষণে গ্রামবাসীরা মূর্তিটির পুজোও শুরু করে দিয়েছে৷ মূর্তিটির উচ্চতা এক ফুট৷ ওজন আড়াই কেজি৷ মুখের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত৷ প্রাথমিকভাবে সেটিকে সরস্বতী মূর্তি বলেই মনে করা হচ্ছে৷ মূর্তিটি মালদহ জেলা মিউজিয়ামে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ এনিয়ে মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here